মিয়ানমারে ক্ষমতাসীন দলের পত্রিকা বন্ধ

Home Page » বিশ্ব » মিয়ানমারে ক্ষমতাসীন দলের পত্রিকা বন্ধ
শনিবার, ১৫ আগস্ট ২০১৫



Myanmarবঙ্গনিউজ ডটকমঃ মিয়ানমারে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রধানকে বহিষ্কারের পর তার মুখপত্র হিসেবে পরিচিত দুইটি পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইউএসডিপি’র সাবেক চেয়ারম্যান শিউ মানের মুখপত্র হিসেবে পরিচিত ‘ইউনিয়ন ডেইলি’ ও সপ্তাহিক ‘লিডার’ পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশ দেয় মিয়ানমার সরকার। পত্রিকা দুটো ইউএসডিপি’র অর্থায়নে পরিচালিত হয়। ইউনিয়ন ডেইলির প্রধান সম্পাদক ইয়ামিন তিন জানান, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পত্রিকার কর্মীদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যেই আবারও নিয়মিত প্রকাশনায় ফিরে আসতে পারব।’ এ ব্যাপারে দেশটির তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউএসডিপি’র প্রধানের পদ থেকে বহিষ্কৃত হলেও এখনও মিয়ানমারের জাতীয় সংসদের স্পিকার পদে বহাল রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শিউ মান। ১৮ আগস্ট দেশটির সংসদের পরবর্তী অধিবেশন বসবে। ধারণা করা হচ্ছে, সেই অধিবেশনে শিউকে অভিসংশিত করা হতে পারে। গত বুধবার গভীর রাতে ইউএসডিপি’র চেয়ারম্যান পদ থেকে শিউ মানকে বহিষ্কার করা হয়। একই দিন দলটির সেক্রেটারি জেনারেল মং শং থেইনকেও সরিয়ে দেয় সরকার। দেশটির প্রেসিডেন্ট ও সেনাপ্রধান থেইন সেইনের সঙ্গে বিরোধিতার জের ধরেই শিউ মানকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:১০:৩৫   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ