রোববার বিমানের হজ ফ্লাইট শুরু

Home Page » জাতীয় » রোববার বিমানের হজ ফ্লাইট শুরু
শনিবার, ১৫ আগস্ট ২০১৫



6434-haazবঙ্গনিউজ ডটকমঃ রোববার (১৬ আগস্ট) হজ ফ্লাইট শুরু। সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের হজ ফ্লাইট বিজি-১০১১ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে উত্তরা আশকোনা হজ ক্যাম্পে সারাদেশ থেকে হাজিরা এসে জড়ো হতে শুরু করেছেন। তাঁরা হজের এহরাম বেধে পবিত্র মক্কার উদ্দেশে যাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঐদিন সকালে বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন। একই দিন ৪১৯ জন করে যাত্রী নিয়ে হজ ফ্লাইট বিজি-৩০১১ বেলা ২টা ৩৫ মিনিটে, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। নির্ধারিত সময়ে, নির্বিঘেœ হজ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকার বাইরে চট্টগ্রাম এবং সিলেট থেকেও চলতি বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার হজযাত্রী হজ পালনে জেদ্দা যাবেন। এসব হজযাত্রী ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান এরই মধ্যে বোয়িং-৭৭৭ উড়োজাহাজ প্রস্তুত রেখেছে।

জানা যায়, এবার বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ২ হাজার ৬০০ জন। অবশিষ্ট ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রীদের ইকোনমি ক্লাসে বিমান ভাড়া ১ হাজার ৫১৫ ডলার এবং বিজনেস ক্লাসে ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ২২৪টি ডেডিকেটেড এবং ৬১টি শিডিউলড ফ্লাইট। ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হজের আগে মোট ১৪৫টি ফ্লাইট পরিচালনা করা হবে।

ইকোনমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক দুটি করে ৩২ কেজি ও বিজনেস ক্লাসে সর্বাধিক দুটি করে ৪২ কেজি ওজনের ব্যাগ এবং ইকোনমি ও বিজনেস ক্লাস কেবিন ব্যাগে সাত কেজি মালপত্র সঙ্গে নিতে পারবেন। কোনো অবস্থাতেই প্রতি ব্যাগের ওজন ২৫ কেজির বেশি হতে পারবে না। প্রত্যেক হজযাত্রীর জন্য ৫ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে এবং হাজিরা ঢাকা ফেরত আসার পর তাদের তা প্রদান করা হবে। তবে হাজিরা সঙ্গে করে বিমানে পানি বহন করতে পারবেন না।

হাজিদের কষ্ট লাঘব করতে নতুন নিয়ম অনুযায়ী ফিরতি ফ্লাইটে জেদ্দা থেকে ঢাকা আসার সময়ে জেদ্দা এয়ারপোর্টে চেক-ইনের সময় ব্যাগ গ্রহণ করা হবে না। এর আগেই এই ব্যাগেজ মক্কা ও মদিনায় বিমান নির্ধারিত স্থানে ও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে, যা বিমানের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হাজিদের বহনকারী ফ্লাইটেই পরিবহন করা হবে।

বাংলাদেশ সময়: ০:১২:৪১   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ