নদীতে পুলিশের অভিযান॥ ৮ তরুণ-তরুণীর সাজা

Home Page » প্রথমপাতা » নদীতে পুলিশের অভিযান॥ ৮ তরুণ-তরুণীর সাজা
শুক্রবার, ১৪ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃপাবনার চাটমোহর উপজেলার গুমানী নদীতে নৌকায় নর্তকী নিয়ে অশ্লীলতার অপরাধে তিন নর্তকী ও পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
সাজা প্রাপ্ত তরুণীরা হলো, সিরাজগঞ্জ কাজীপুর এলাকার ফরহাদ হোসেনের মেয়ে পারভীন খাতুন (২০), সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে শারমিন আক্তার (১৯), ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর এলাকার পাষানের মেয়ে শিখা খাতুন (২২)। এদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া আটককৃত সাজাপ্রাপ্ত যুবকরা হলো, ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া এলাকার আলিমুদ্দিন সরকারের ছেলে জাকারিয়া (২৫), কছিমুদ্দিনের ছেলে মর্তুজা (২৮), মোক্তার হোসেনের ছেলে নাহিদ হাসান নূর (২৫), মৃত নান্টুর ছেলে রুবেল হোসেন (৩০) ও মোজাহার আলি খানের ছেলে আলমগীর হোসেন (৩২)। এদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে আরো পাঁচ দিন কারাদণ্ডের রায় প্রদান করা হয়। 
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ চাটমোহর উপজেলার বিভিন্ন নদীতে নৌকা বিলাশ/পিকনিকের নামে প্রমোদবালাদের নিয়ে প্রকাশ্যে অশ্লীলতা চলছিল। গতকাল একটি নৌকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাংলাদেশ দণ্ডবিধি আইনে ২৯৪ এর খ ধারায় ও উপধারা ক অনুযায়ী অশ্লীলতার অপরাধে এ সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের সাজা প্রদান করা হয়েছে। অসামাজিক কার্যক্রম রুখতে এ অভিযান অব্যহত থাকবে। 

বাংলাদেশ সময়: ১১:২৩:২৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ