বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি : আহত ৫০ জন

Home Page » আজকের সকল পত্রিকা » বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি : আহত ৫০ জন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০১৫



বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি : আহত ৫০ জনঙ্গনিউজ ডটকমঃ দেশের সড়কগুলোর বেহাল দশায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। মঙ্গলবার দিবাগত রাতে ও গতকাল বুধবার মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপ উল্টে ৪ জন, দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিল্পকলার এক প্রশিক, চাঁপাইনবাবগঞ্জ সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ মোট আট জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত অর্ধশত। : মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ উল্টে চার যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার  বিকাল ৩টা ৪০ মিনিটের  উপজেলার আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । এতে আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের  মধ্যে  ইব্রাহিম খলিল (৩০) কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার কাশিমপুর গ্রামের আলী আহমদের ছেলে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, বিকেলে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান আলীপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চার যাত্রী মারা যান। এ সময় আহত হন আরো ৪ জন। তারা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। ঢাকায় মাছ বিক্রি করে খালি কয়েকটি ড্রাম নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কে জয়রামপুর চৌধুরীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জেল হোসেন (৮০) নিহত হয়েছেন। নিহত তোফাজ্জেল দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত ফজল করিমের ছেলে এবং দামুড়হুদা শিল্পকলা একাডেমির প্রশিক। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোর লালপুর নামক স্থানে তিনি মারা যান। : দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, সোমবার সকালে তোফাজ্জেল হোসেন অটোরিকশাযোগে দামুড়হুদায় যাওয়ার পথে জয়রামপুর চৌধুরীপাড়া নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কিনিক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। : চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। গতকাল বুধবার সদর উপজেলার সুখানদীঘি গ্রামে এবং ভোলাহাটের বিরেশ্বরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল-বিরেশ্বরপুর গ্রামের সমশের আলীর মেয়ে বেবি (৬) ও সুখানদীঘি গ্রামের শের মোহম্মদের ছেলে সিহাব (৯)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, সকাল ৯টার দিকে সুকানদীঘি গ্রামে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা সিহাবকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত সিহাবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। : ভোলাহাট থানার ওসি মহসিন আলী জানান, ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারী এলাকায় একটি ভটভটি গর্তে পড়ে যায়। এ সময় ভটভটি যাত্রী বেবি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ১২ জন। আহতদের মধ্যে পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। : সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় যমুনা সেতুর নিরাপত্তা কর্মী ফরিদুল ইসলাম হেলাল (৫০) নিহত হয়েছে। নিহত হেলাল সয়দাবাদ ইউপির বড় সারুটিয়া গ্রামের যতিন সরকারের পুত্র। গতকাল বুধবার সকাল ৬টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। : জানা যায়, গতকাল বুধবার সকাল ৬টার দিকে ফরিদুল ইসলাম হেলাল বাড়ি থেকে সাইকেল চালিয়ে অফিসে যাবার পথে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের স্টেশন এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। : ঢাকা : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় পুলিশ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে চার পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহে গ্রেফতার দুই ব্যক্তিকে পুলিশ ভ্যানটিতে করে ঢাকায় আনার পথে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই দুই আসামিও আহত হন। আহত আমজাদ হাজি ও রিয়াজ ফকিরকে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। তাৎণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। : গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেট বাহারুল ইসলাম জানান, আসামি বহনকারী ভ্যানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি নেত্রকোনায় যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সার্জেন্ট বাহারুল। : : :

 

বাংলাদেশ সময়: ৮:৫১:৫৩   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ