ভুলে-ভালে শাহরুখ খান

Home Page » বিনোদন » ভুলে-ভালে শাহরুখ খান
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃএক শাহরুখ সুপারস্টার। আর এক শাহরুখ ভক্ত। একই চেহারার এই ‘গৌরব’ ও ‘রাহুল’কে নিয়ে ভ্রান্তিবিলাস চরমে বলিউডের ‘ফ্যান’ ছবিতে। দেখা মিলবে দুই নতুন অভিনেত্রীরও। আগামী বছর ১৫ এপ্রিল মুক্তি পাবে মণীশ শর্মা পরিচালিত শাহরুখের এই নতুন ছবি।

 ‘কমেডি অফ এররস’ বা বাংলায় ‘ভ্রান্তিবিলাস’— যাই বলা হোক না কেন, সেই কমেডির ছোঁয়া নিয়েই এবার আসছেন শাহরুখ খান। আগামী ১৫ এপ্রিল ২০১৬–তে। ছোটপর্দায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই ছবি ‘ফ্যান’-এর জমজমাট প্রচার। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এই ছবির পরিচালক মণীশ শর্মা। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন নতুন অভিনেত্রী ওয়ালুস্কা ডি’সুসা। আছেন আর এক নতুন অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকরও।

তবে শুধুমাত্র এই কথা কটি দিয়ে বোঝানো যাবে না এই ছবির আবহকে। একটি পোস্টারে ‘একজন’ শাহরুখকে সামনে থেকে দেখা যাবে। কিন্তু অন্য শাহরুখের লুক একেবারেই অন্যরকম। সেটা গোপন রাখা হচ্ছে। ছোটপর্দার পোস্টারে সেই শাহরুখ আছেন পেছন ফিরে। এই নতুন লুক নিয়ে এত কথা বলার কারণ একটাই। শাহরুখকে এই নতুন লুক দিতে হলিউড থেকে উড়িয়ে আনা হয়েছিল মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানমকে।
কিন্তু কে এই গ্রেগ ক্যানম? কী তাঁর মহিমা? একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া যাক তাঁর। নয়বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন এই গ্রেগ। তার মধ্যে তিন-তিনবার তাঁর হাতে উঠে এসেছে সিনেমার এই স্বপ্নের স্বীকৃতি। প্রথমবার ১৯৯২–তে ‘ড্রাকুলা’ ছবির জন্য, দ্বিতীয়বার ১৯৯৩–তে ‘মিসেস ডাউটফায়ার’ এবং তৃতীয়বার ২০০৮–এ ‘দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাট্‌ন’-এর জন্য। আর এই গ্রেগকে পেয়েই প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে ছবির পরিচালক মণীশ ঘোষণা করেছেন, ‘হলফ করে বলছি, এই ছবিতে যে রূপে শাহরুখের দেখা মিলবে, তেমন রূপে আর কেউ এর আগে তাঁকে দেখেননি। ছবিতে শাহরুখের চেহারা পালটে দেওয়াটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং দর্শকদের কাছে অবশ্যই মধুর চমক।’


অন্যদিকে ‘জব তক হ্যায় জান’-এর পর আবার এই ছবিতে যশরাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ খান। ছবির শুটিং শুরু হয়েছিল গত বছর মে মাসে, দিল্লিতে। সেই দিল্লি, যেখানে প্রথম ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন ‘অভিনেতা’ শাহরুখ। উপলক্ষ ছিল, টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’র শুটিং। স্বাভাবিক ভাবেই নস্ট্যালজিয়ায় আচ্ছন্ন ছিলেন শাহরুখ। ট্যুইট করেছিলেন, ‘পৃথিবীর যেখানেই পরিচালক মণীশ শর্মা এই ছবির শুটিং লোকেশন ফেলুন না কেন, দিল্লিই সেরা। এখানে দু’মাসের এই শুটিং শিডিউল মনে পড়িয়ে দিচ্ছে আমার পুরনো দিনগুলোর কথা। আমার স্ট্রাগলের কথা।’ প্রথমে ঠিক ছিল এই বছরের গোড়াতেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং চলাকালীন হঠাৎ শাহরুখ আঘাত পেলে পিছিয়ে যায় এই ছবির কাজও। ফলে, ছবির মুক্তির দিন ঠিক হয় ১৪ আগস্ট। এর পরের সমস্যাটা তৈরি করে এই ছবির জটিল ভিশ্যুয়াল এফেক্টস। যা ছবিতে যোগ করার জন্য লেগেছে প্রত্যাশিত দিনের চেয়ে বেশি সময়। তাই ফের এই ছবির মুক্তি পিছিয়ে হল ১৫ এপ্রিল ২০১৬।
আসা যাক নায়িকাদের কথায়। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দুই নায়িকা। সুপারস্টার শাহরুখের বিপরীতে মডেল ওয়ালুস্কা ডি’সুসা এবং ভক্ত শাহরুখের বিপরীতে ইলিনা ডি’ক্রুজ। ওয়ালুস্কা আদতে একজন মডেল। এই প্রথম ক্যামেরার সামনে অভিনয় করবেন তিনি। শাহরুখের ফিল্মিজীবনে মডেল নায়িকা অবশ্য নতুন নয়। এর আগে ‘ওম শান্তি ওম’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন এবং ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। তবে এই ছবিতে ক্যামেরার সামনে আসার আগে অভিনয়ের একটা ক্র্যাশ কোর্স করিয়ে নেওয়া হয়েছে ওয়ালুস্কাকে। আর আছেন ছোট্ট একটি চরিত্রে অভিনেতা শচীনের মেয়ে শ্রিয়া পিলগাঁওকর। মঞ্চ অভিনেত্রী শ্রিয়া এর আগে পরিচালনা করেছেন কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি। ২০১৩–তে অভিনয় করেছিলেন বাবা শচীনের পরিচালনায় মারাঠি ছবি ‘একুলটি এক’-এ। এবার হিন্দি ছবির জগতে পা দিলেন তিনি।
এবার আসা যাক মূল প্রসঙ্গে। যাকে বলা হচ্ছে শাহরুখের ভ্রান্তিবিলাস। ছবির গল্প সম্পর্কে যথারীতি মুখে কুলুপ প্রযোজক থেকে বুম বয় পর্যন্ত সবারই। কিন্তু তাও চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসে কিছু গোপন কথা। সেই ভাবেই এই ছবির গল্প সম্পর্কে যেটুকু সংবাদ বাইরে বেরিয়ে এসেছে তাতে জানা যাচ্ছে, এই চরিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। এক শাহরুখ সুপারস্টার। ফিল্মি নাম গৌরব চাড্ডা। যার বাসস্থানের নাম ‘মন্নত’। আর অন্য শাহরুখ এই সুপারস্টারের ভক্ত ‘রাহুল’। একইরকম দেখতে এই সুপারস্টার ও ফ্যানকে নিয়েই এই ছবিতে একের পর এক ঘটনায় সৃষ্টি হয়েছে জমজমাট কমেডি অফ এররস বা ভ্রান্তিরঙ্গ।
প্রথম দৃশ্যেই দর্শকের সঙ্গে পরিচয় হয়ে যাবে এই দুই শাহরুখের। দেখা যাবে নিজের বাংলো মন্নতে ভক্ত পরিবৃত হয়ে জন্মদিনের কেক কাটছেন সুপারস্টার শাহরুখ ওরফে গৌরব চাড্ডা। এবং দূর থেকে সেই দৃশ্য দেখছে ‘ফ্যান’ রাহুল। শুধুমাত্র এই দৃশ্যর শুটিঙে অভিনয় করেছেন ৭০০ জুনিয়র আর্টিস্ট। প্রথমে ঠিক ছিল এই দৃশ্যের শুটিং হবে আসল মন্নতেই। কিন্তু ভক্তদের অনিয়ন্ত্রিত ভিড় এবং তার ফলে শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় সেই অনুমতি দেয়নি প্রশাসন। তাই শেষ পর্যন্ত মুম্বইয়ের ফিল্ম সিটিতে তৈরি করা হয়েছে নকল মন্নত। জানা গেছে, ছবি জুড়ে নাকি থাকছে আরো নানা চমক। যা প্রকাশিত হবে আগামী বছর ১৫ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১:৫৩:২৬   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ