চোখের রঙে মানুষ চিনুন

Home Page » স্বাস্থ্য ও সেবা » চোখের রঙে মানুষ চিনুন
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃমানুষের চোখ নাকি কথা বলে ৷ অনেকেই শুধু তাকিয়েই বুঝিয়ে দিতে পারেন তাদের অনুভূতি ৷ সেই ভাষা বুঝে নিতে পারেন কাছের মানুষ ৷ কিন্তু অচেনা মানুষের চোখ দেখেও আপনি বুঝতে পারবেন তাকে ৷ বিশেষজ্ঞদের মতে চোখের মণির রং আপনাকে সাহায্য করতে পারে মানুষটির চরিত্র, ভালোলাগা বুঝতে ৷ দেখে নিন কোন চোখের মণির রং কি বোঝায় আপনাকে ৷ কালো মণি: যাঁদের চোখের মণি কালো তারা সাধারণত রহস্যময় হয় ৷ রাতের মতো গভীর হয় তাদের চোখ ৷ তাঁরা বিশ্বস্ত হয় ৷ আপনি এঁদের নিশ্চিন্তে বলতে পারেন আপনার মনের কথা ৷ কখনওই তা পাঁচকান করবেন না এঁরা ৷ এঁরা কঠোর পরিশ্রমী হয় ৷ জীবনমুখী এসব মানুষ খুবই বাস্তববাদী হন ৷ দায়িত্ববোধ সম্পন্ন এই সব মানুষ চরিত্রগতভাবে খুবই সৎ হয়ে থাকেন ৷ বাদামী মণি: চোখের মণির রং যাঁদের বাদামী হয় তাঁরা আকর্ষণীয় হন ৷ তাদের মধ্যে আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা থাকে ৷ এঁদের মধ্যে শিল্পীসত্ত্বা থাকে ৷ এঁদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকলেও কখনও কখনও এঁরা চারপাশের মানুষকে নিজেদের মনের কথা বোঝাতে পারেন না ৷ ধূসর মণি: ধুসর রঙের মণি যাদর তারা সধারণত প্রভাবশালী, দৃঢ় এবং ভদ্র হন ৷ এঁরা যাই করেণ তা নিপুনতার সঙ্গে করার চেষ্টা করেন ৷ এংদের মধ্যে ঔদ্ধত্য থাকে না ৷ যেকোনও সম্পর্কই এঁদের কাছে গুরুত্বপূর্ণ ৷ এঁরা বিশ্লেষণাত্মক মনষ্ক হয়ে থাকেন ৷ এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি সহজাত গুণ থাকে ৷ সবুজ মণি: সবুজ মণি যাঁদের হয় তাঁরা সাধারণত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন ৷ এরা কৌতূহলী এবং প্রাণবন্ত হন ৷ এঁরা সুন্দরের পূজারী হন ৷ এঁদের খারাপ দিক হল এঁর হিংসুক হন ৷ নীল মণি: নীল মণির মানুষরা ভীষণরকম আকর্ষনীয় হয়ে থাকেন ৷ তাঁরা স্মার্ট এবং আভিজাত হন ৷ তাঁরা সাধারণত শান্ত ও ধীর স্বভআবের হয়ে থাকেন ৷ এঁদের সম্পর্ক বেশ স্থিতিশীল হয় ৷  

বাংলাদেশ সময়: ১:৫০:১৫   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ