বাংলাদেশ সীমান্তে মেশিনগানসজ্জিত রণতরী!

Home Page » প্রথমপাতা » বাংলাদেশ সীমান্তে মেশিনগানসজ্জিত রণতরী!
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃপশ্চিমবঙ্গের পানিসীমানায় নজরদারি বাড়াতে উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলরক্ষী বাহিনীকে বড় রণতরী দিচ্ছে ভারত সরকার। 
মঙ্গলবার কলকাতাভিত্তিক একটি নিউজপোর্টাল জানায়, বাংলাদেশ সীমান্তসহ পূর্বাঞ্চলের পানিপথে অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে অনেকটাই সাহায্য করবে বলেই উপকূলবাহিনী সূত্রে খবর। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলরক্ষীর বাহিনীর হাতে চলে আসবে আইসিজিএস-আনমোল নামের ওই যুদ্ধজাহাজটি। এর সঙ্গেই বাহিনী পাচ্ছে একটি ইন্টারসেপ্টর বোট। যা যেকোনো সময় দ্রুত ঘটনাস্থলে চলে যেতে সক্ষম। নজরদারিতে কোনো খামতি না থেকে যায় সেই কারণে এই উদ্যোগ বাহিনীর বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বাহিনী সূত্রে খবর, বর্তমানে জাহাজটি কোচি শিপ ইয়ার্ডে রয়েছে। কাগজপত্র প্রায় তৈরি। জাহাজটি এখন হাতের পাওয়ার অপেক্ষা বলেই দাবি কর্মকর্তাদের। 
প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলের উপকূল নিয়ে উদ্বিগ্ন বাহিনীর কর্মকর্তারা। কারণ, এই এলাকাতেই সবথেকে বেশি জঙ্গি কার্যকলাপের শঙ্কা বেশি।
উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, সুন্দরবনের লাগোয়া বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের একটি বড় অংশই দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। মুম্বাইয়ে ২৬/১১ হামলার পর উপকূলরক্ষী বাহিনীর পূর্বাঞ্চলকে ভেঙে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় শাখা গঠন করা হয়। এরপর থেকে ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় নজরদারির ফাঁকফোঁকর আঁটসাঁট করা হয়েছে।
এই মুহূর্তে এই বাহিনীর হাতে দুটি বড় জাহাজ রয়েছে। এছাড়াও রয়েছে চারটি ওভারক্র্যাফট। এগুলি রয়েছে হলদিয়ায়। এছাড়াও পারাদ্বীপে ছটি জাহাজ রয়েছে। কলকাতা ও ভুবনেশ্বরে যথাক্রমে তিনটি ও দুটি বিমান রয়েছে। তবে, নজরদারির জন্য এগুলো যথেষ্ট নয়। সেক্ষেত্রে আইসিজিএস-আনমোল এসে বঙ্গোপসাগর এলাকায় নজরদারি জায়গা আরো বেড়ে যাবে। এই জাহাজে কামান ছাড়াও থাকবে দুটি মেশিনগান। থাকছে বাহিনী থাকার ব্যবস্থা। -

বাংলাদেশ সময়: ১:৩৫:৪৪   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ