দূর থেকে বাড়ি পাহারায় নেস্ট ক্যাম

Home Page » এক্সক্লুসিভ » দূর থেকে বাড়ি পাহারায় নেস্ট ক্যাম
মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫



Cameraবঙ্গনিউজ ডটকমঃ বাড়ির নিরাপত্তা আরও জোরদার করতে সাহায্য করতে পারে ইন্টারনেট-সংযুক্ত সিকিউরিটি ক্যামেরা নেস্ট ক্যাম। পাতলা ও মসৃণ ডিজাইনের নেস্ট ক্যামে রয়েছে উচ্চমানের ভিডিও ধারণ ক্ষমতাসহ বিল্ট-ইন মাইক্রোফোন এবং বলা হচ্ছে, ক্যামেরাটি সেটআপ করার কাজটিও অনেক সহজ।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, নেস্ট ক্যামে নতুন বেশ কিছু সংখ্যক ‘মাউন্টিং’ অপশন রয়েছে যা বাড়ির নিরাপত্তা রক্ষায় কাজে দেবে।

ম্যাশএবলের তথ্য অনুযায়ী, নেস্ট ক্যাম তৈরিতে মেটাল বডি ব্যবহার করা হয়েছে এবং এটি বেশ শক্ত ও বাঁকানো সম্ভব নয়। নিরাপত্তা ক্যামেরাটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় অনলাইনে নেস্ট অ্যাপের মাধ্যমে।

নেস্ট ক্যামের ডিফল্ট ভিডিও রেজুলিউশন ১২৮০ বাই ৭২০, তবে ব্যবহারকারী চাইলে ১৯২০ বাই ১০৮০-তেও ভিডিও ধারণ করতে পারবেন। এটি ৩৬০পি-তেও ভিডিও ধারণ করতে সক্ষম বলে জানিয়েছে ম্যাশএবল। এছাড়া আলো কমে আসতে থাকলেই এটি স্বয়ংক্রিয়ভাবে নাইট ভিশন মোডে সাদা-কালো ভিডিও ধারণ করতে শুরু করে। উল্লেখ্য, এ সিকিউরিটি ক্যামেরাটি যতক্ষণ চালু থাকে, ততক্ষণ এটি ভিডিও ধারণ করতে থাকে।

নেস্ট ক্যামের সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে এটি অযাচিত আওয়াজ বা নড়াচড়া চিহ্নিত করা মাত্র ব্যবহারকারীর ফোনে নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং ওই আওয়াজ ও নড়াচড়াগুলো ভিডিও ক্লিপ হিসেবে সেভ করে রাখে। যাতে ব্যবহারকারী পরে এসে ওই ভিডিও ক্লিপগুলো দেখতে পারেন।

এ ছাড়াও ব্যবহারকারী চাইলে ‘অ্যাক্টিভিটি জোন’ নাম দিয়ে দরজা বা জানালা নির্দিষ্ট করে দিতে পারেন। এতে করে ওই জায়গাগুলোতে নেস্ট ক্যাম কোনো অনাকাংখিত আওয়াজ বা নড়াচড়া চিহ্নিত করা মাত্র ব্যবহারকারীকে সতর্ক করবে।

নেস্ট ক্যাম সেট করতে বাড়তি তেমন কোনো ঝামেলা নেই বলে জানিয়েছে ম্যাশএবল। শুধু ডিভাইসটির কিউআর কোড নেস্ট অ্যাপ দিয়ে স্ক্যান করে, সেটিকে নিজের ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে নিতে হয়।

১৯৯ ডলারের নেস্ট ক্যাম আইওএস বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট অথবা কম্পিউটারের সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারী চাইলে নেস্ট ক্যামে ধারণকৃত ভিডিও’র লাইভ ফিড দেখতে পারবেন। আবার চাইলে ভিডিও ক্লাউডে সেভও করে রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে ১০ দিনের ভিডিও হিস্টোরি সাবস্ক্রিপশন সেবা পেতে বছরে একশ’ ডলার এবং ৩০ দিনের ভিডিও হিস্টোরি সাবস্ক্রিপশনের জন্য বছরে তিনশ’ ডলার খরচ করতে হবে।

 

বাংলাদেশ সময়: ১৩:২৩:০৪   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ