চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Home Page » প্রথমপাতা » চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যে লন্ডন যাবেন। সেখানে তিনি সাত থেকে ১০ দিন অবস্থান করবেন। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘ম্যাডাম চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যে লন্ডন যাবেন। এক্ষেত্রে একদিন এদিক-সেদিক হতে পারে। সেখানে তিনি এক সপ্তাহের মতো থাকবেন। তার চিকিৎসার জন্য দুদিন অ্যাপয়েন্টমেন্ট আছে।’ খালেদা জিয়া লন্ডনে সর্বোচ্চ ১০ দিন থাকতে পারেন বলে বিএনপির মুখপাত্র জানান। তিনি বলেন, ‘ওনার (খালেদা জিয়া) ডাক্তারকে দুবার দেখাতে হবে। সে হিসাবে সপ্তাহখানেক অথবা সর্বোচ্চ ১০ দিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।’

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ে বিরোধী দলের বিরুদ্ধে সরকারের অভিযোগ বিএনপির মুখপাত্র প্রত্যাখ্যান করেন। এজন্য সরকার সমর্থিত ছাত্রলীগকে দায়ী করে তিনি বলেন, ছাত্রলীগের ক্যাডাররা শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়েছে। এ কারণেই ফলাফলের এ দশা।

আসাদুজ্জামান রিপন বলেন, শুধু রাজনৈতিক কারণে পরীক্ষার ফল খারাপ হয় না। রেজাল্টে দেখা গেছে, অনেক পরীক্ষার্থী অন্য সব বিষয়ে পাস করেছে, শুধু ইংরেজিতে ফেল করেছে। তাহলে রাজনৈতিক প্রভাব কি শুধু ইংরেজির ওপর পড়েছে? রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক— সব ক্ষেত্রে পড়ে। সরকারের সদিচ্ছা থাকলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারত। সময়সূচি পরিবর্তন করে পরীক্ষা পিছিয়ে নিতে পারত।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ গঠনের যে উদ্যোগ নিয়েছেন, আসাদুজ্জামান রিপন তাকে স্বাগত জানান। তিনি বলেন, এটি একটি ভালো উদ্যোগ। তার এ বক্তব্যকে স্বাগত জানাই। আগে ছাত্র সংসদ ছিল। সেখানে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হতো। সে পথ আজ বন্ধ। ছাত্ররাজনীতি বন্ধ করতে সরকার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে বলে রিপন অভিযোগ করেন।

ছাত্রলীগের কর্মীদের ‘শিশু’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া বক্তব্যের সমালোচনা করেন আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগের ওরা শিশু, ওদের বেশি সমালোচনা করবেন না। ছাত্রলীগ শিক্ষকদের মেরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের করে দেয়, ছাত্রাবাস পুড়িয়ে দেয়, ধর্ষণে সেঞ্চুরি করে— এগুলো কি শিশুদের কাজ? রিপন আরো বলেন, ছাত্রলীগের অপকর্মের জন্য শেখ হাসিনাও তার নাম ছাত্রলীগ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে রিপন বলেন, ছাত্রলীগ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীদের বিতাড়িত করেছে। তাদের স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয় না। এতেই ছাত্ররাজনীতি রুগ্ণ হয়ে পড়ছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:২১:৩৩   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ