কবরীর সিনেমায় সৌমিত্র ও মমতা

Home Page » বিনোদন » কবরীর সিনেমায় সৌমিত্র ও মমতা
মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫



Kobori-homeবঙ্গনিউজ ডটকমঃ অচিরেই শুরু হচ্ছে কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’র শুটিং। এতে নায়ক হিসেবে থাকবেন আরিফিন শুভ। নায়িকার খোঁজে ৫ আগস্ট ওপার বাংলায় গিয়েছিলেন কবরী। নায়িকাসহ সিনেমার কয়েকজন পাত্র-পাত্রী চূড়ান্ত করে সম্প্রতি দেশে ফিরেছেন গুণী এই অভিনেত্রী। ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রে নায়িকাসহ আরও দু-তিনটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার শিল্পীরা। এমনটাই জানালেন ‘সুতরাং’খ্যাত করবী। তিনি সোমবার দুপুরে বলেন, ‘দুই বাংলার শিল্পী থাকলেও এটি কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা নয়। নায়িকার নামটি এখনই বলতে চাই না। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শংকর অভিনয় করছেন। আর আলমগীর তো আছেনই।’ কবরী আরও বলেন, “সিনেমাটির গল্পে কলকাতার কথা আছে। এ কারণে কিছু অংশের শুটিং রাখছি হায়দারাবাদসহ বিভিন্ন স্থানে। আগামী ডিসেম্বরে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং শুরু হবে।” এদিকে কবরীর সিনেমায় ব্যবহার করা হবে কয়েকটি গান। দু’টি গান গাইতে পারেন ভারতীয় শিল্পী শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার জন্য গানগুলো তৈরি করা হবে এ দেশেই। তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালকরা এগুলো তৈরি করবেন। ষাটের দশকে বাংলা সিনেমায় কবরীর আবির্ভাব। অভিষেকেরই ঝড় তোলেন তিনি। সিনেমা নির্মাণে এসেও ভুলেননি সে সময়ের দর্শকদের। তাই নতুন সিনেমাটিতে ভিন্ন দু’টি প্রজন্মের কাহিনী স্থান পাবে। এ প্রসঙ্গে বলেন, ‘আমার সিনেমাতে দু’টি প্রজন্মের গল্প তুলে ধরা হবে। এ কারণে তরুণদের অংশগ্রহণ রাখছি। সিনেমার দর্শকদের একটা বিরাট অংশজুড়ে আছে তরুণরা। অন্যদিকে পুরনো প্রজন্মের মানুষেরা এখন তেমন হলে যান না। এই দুই শ্রেণীর দর্শককেই আমি সিনেমাটি দেখাতে চাই।’ ‘আয়না’র পর দীর্ঘ বিরতি শেষে কবরী হাত দিয়েছেন নতুন সিনেমায়। নির্মাণের প্রস্তুতিতে নিচ্ছেন দীর্ঘ সময়। কোনো কিছুতেই ছাড় দিতে রাজি নন। ‘এই তুমি সেই তুমি’র চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী জানান, নির্মল প্রেমের পাশাপাশি তার গল্পে উঠে আসবে মুক্তিযুদ্ধ প্রসঙ্গও। মিষ্টি নায়িকাখ্যাত কবরী এতে অভিনয়ও করবেন। তার বিপরীতে থাকবেন আলমগীর।

বাংলাদেশ সময়: ১৩:১০:০৯   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ