‘সিডাব’-এর সম্মানিত সদস্য হলেন শাবনূর

Home Page » বিনোদন » ‘সিডাব’-এর সম্মানিত সদস্য হলেন শাবনূর
মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫



sazzadবঙ্গনিউজ ডটকমঃ ১০ আগস্ট সোমবার সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) সম্মানিত সদস্য পদ লাভ করেছেন চিত্রনায়িকা শাবনূর। এর আগে তিনি সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করলে আজ কার্যকরী কমিটির মিটিংয়ে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানিত সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিডাবের সভাপতি এস আই ফারুক বলেন, ‘চিত্রনায়িকা শাবনূর ছবি পরিচালনা করবেন, এটা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। গতকাল তিনি আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য পদের জন্য আবেদন করেন। আমাদের সমিতির নিয়ম অনুযায়ী আমরা কার্যকরী কমিটির মিটিংয়ে এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। নতুন সদস্য গ্রহণের জন্য চলতি মাসে আমাদের সমিতিতে মোট ২৬ জন আবেদন করেছেন, এর মধ্যে ২৫ জনের ইন্টারভিউ আমরা নিয়েছি। পরে তাঁদের জানিয়ে দেওয়া হবে। চিত্রনায়িকা শাবনূর আমাদের অনেক প্রিয় একজন অভিনেত্রী। বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর অনেক অবদান আছে। সেই বিবেচনায় তাঁকে সম্মানিত সদস্য পদ দেওয়ার পক্ষে কমিটির সবাই মত দিয়েছেন। তাঁকে এই সম্মান দিতে পেরে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে শাবনূর বলেন, ‘চলচ্চিত্র ছাড়া অন্য কিছু নিয়ে কাজ করার ইচ্ছে আমার নেই। গল্প গুছানোর কাজ করছি। নিজে পরিচালনায় আসব কি না এখনো বলতে পারছি না। তবে প্রযোজনা করব। আর পাশাপাশি পরিচালনার কাজটা শিখতে চাই, এই কারণে সিডাবের সদস্য পদ নিচ্ছি। আমি বিশ্বাস করি, কেউ যদি চলচ্চিত্র পরিচালনা করতে চায়, তাহলে তাকে অবশ্যই সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য হয়ে এফডিসিতে কাজ শিখতে হবে। আমার ছবির বিষয়ে বলব, গল্প গুছানোর কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

দীর্ঘ বিরতির পর গত ১ আগস্ট লাইট-ক্যামেরার সামনে দাঁড়ান জনপ্রিয় নায়িকা শাবনূর। বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেন তিনি এই দিন। তাঁর বিপরীতে অংশ নেন ছবির নায়ক শাহের খান। গানটির শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় ছবির কাজ। আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে প্রযোজনা সংস্থার।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৪   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ