তাইওয়ানে সুডেলরের আঘাত : প্রাণহানি ৪

Home Page » প্রথমপাতা » তাইওয়ানে সুডেলরের আঘাত : প্রাণহানি ৪
সোমবার, ১০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃতাইওয়ানে শনিবার সকালে টাইফুন সুডেলর আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে গেছে এবং বিলবোর্ড ভেঙে পড়েছে। এর প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। 
টাইফুনে আট বছরের এক বালিকা ও তার মা মারা গেছেন। এছাড়া শনিবার সকাল পর্যন্ত আর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূলীয় সুয়াও শহরে রাতে একটি রাজনৈতিক বিলবোর্ড পড়ে এক লোক নিহত হন।
হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং ৪৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এক হাজার ৩শ’ লোক অবস্থান নিয়েছে। সব স্কুল-কলেজ ও কর্মক্ষেত্র শনিবার বন্ধ থাকবে এবং টাইফুন তাইওয়ানের মধ্যাঞ্চল অতিক্রম করছে।
টাইফুন শনিবার রাত ৪টা ৪০ মিনিটে পূর্বাঞ্চলের হুয়ালিয়েন অঞ্চলের সিউলিন শহরে আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং একটি বড় বিলবোর্ড একটি ভবনের ওপর ভেঙে পড়েছে। বাতাসের তোড়ে রাস্তায় মোটরবাইক এলোপাথাড়ি পড়ে রয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে ভারী বর্ষণ ও প্রবল বাতাস বইছে। তবে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে।
শনিবার সকালে পূর্বাঞ্চলের ইয়ালানের তাতুং শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এখানে বৃহস্পতিবার ৪০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া ব্যুরো বলেছে, সুয়াওতে প্রবল বাতাস বইছে। এখানে ঘণ্টায় ২৩৭ কিমি বেগে ঝড়ো হাওয়া বইছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৬০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুবিহীন রয়েছে। 
কমপক্ষে ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং উচ্চগতির রেল চলাচল বন্ধ রয়েছে। দুই হাজার পর্যটকসহ চার হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১শ’ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এখানে ৪৫ হাজারেরও বেশি লোককে আশ্রয় দেয়া যাবে। এছাড়া ত্রাণ কার্যক্রমের জন্য ৩৫ হাজার সৈন্য প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ৩:১৬:২৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ