রক্ত বেচে স্মার্টফোন!

Home Page » প্রথমপাতা » রক্ত বেচে স্মার্টফোন!
সোমবার, ১০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃদারিদ্রের সংসার। স্মার্টফোন ও অতিরিক্ত পকেট মানির আশায় বেআইনিভাবে ৫০০ টাকায় ইউনিট প্রতি রক্ত বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে তিন নাবালক। ভারতীয় রাজ্য উত্তরপ্রদেশের কোহলি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন এই ৩ বালক যারা রক্ত দিয়েছিল তারা রক্ত দেয়ার জন্য শারীরিকভাবে যোগ্য নয়। টাকার লোভে রক্ত দিয়েছে ওই ব্লাডব্যাঙ্ককে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তালা লাগিয়ে দেয়া হয়েছে ব্লাডব্যাঙ্কটিতেও। যে তিনজন বালক রক্ত দিতে গিয়ে ধরা পড়েছে তাদের মধ্যে অন্যতম বিজয় (নাম পরিবর্তন করে দেয়া হয়েছে।), বয়স ১৪ বছর। স্বাস্থ্য কর্মকর্তাদের সে জানিয়েছে, কয়েকদিন ধরে সে একটি সেল ফোন কেনার জন্য টাকা জমাতে শুরু করে। সেই সময় এই ব্লাড ব্যাঙ্ক থেকে একজন ফোন করে তাকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার প্রস্তাব দেয়। অতিরিক্ত টাকা পাওয়া যাবে, এই লোভেই সে রাজি হয়ে যায়। বিজয় জানিয়েছে, দারিদ্রের সংসার তাদের। বাবা মারা যাওয়ার পর মা একটি ক্লিনিকে ৩০০০ টাকার বিনিময়ে চাকরি করেন। মাকে সাহায্য করতে সেও একটি ছোটখাটো কাজ করে। কিন্তু দুজনের উপার্জনে পাঁচজনের সংসার টানাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। গজনি নামে এই ব্যক্তি টাকার লোভ দেখাতেই আর সে দ্বিতীয়বার আর ভাবেনি। পাশাপাশি বিজয় এও জানায় যে, ওই ব্যক্তি তাকে আশ্বাস দিয়েছিল, রক্ত দেয়ার পরও সে দুর্বল বোধ করবে না। তার শারীরিক কোনো ক্ষতি হবে না। রক্ত দেয়ার আইনত বয়স ১৮ বছর। এবং রক্তদাতার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমপক্ষে ১৩ হতে হবে। 
কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা অভিযান চালিয়ে জানতে পারেন যে তিনজন রক্ত দিয়েছে তাদের বয়স ১৮ বছরের কম এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ১৩-র নিচে। প্রত্যেকেই দুঃস্থ পরিবারের। বিজয়ের পাশাপাশি স্নেহাশিস বলে এক নাবালকও রক্ত দেয় এই ব্লাড ব্যাঙ্কে। তবে এটাই তার প্রথমবার ছিল না। এর আগে আরও দুবার রক্ত দিয়েছে স্নেহাশিস, সে জানিয়েছে মাকে সাহায্য করার জন্য এক বছর ধরে চাকরি খুঁজছিল সে। তখনই এই প্রস্তাব মেলে। রক্ত বিক্রি করে তার পকেটমানি চালানোর মতো টাকা ভালোই আসছিল। তাই সে এই কাজে রাজি হয়। তৃতীয় কিশোরের বাবা তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেননি। e 

বাংলাদেশ সময়: ৩:১৩:৪২   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ