টঙ্গীতে প্রেমিকাকে ধর্ষনের পর হত্যা

Home Page » প্রথমপাতা » টঙ্গীতে প্রেমিকাকে ধর্ষনের পর হত্যা
সোমবার, ১০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃগাজীপুরের টঙ্গীতে প্রেমিকাকে ধর্ষনের পর হত্যা করেছে তার প্রেমিক। নিহতের নাম শান্তা (১৯)। সে নেত্রকোনার নাগরা এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে। পুলিশ এঘটনায় প্রেমিক রোকন মিয়াকে (২৩) গ্রেফতার করেছে। 

টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, গাজীপুর মহানগরীর টঙ্গীর একটি টেক্সস্টাইল মিলে কাজ করতো শান্তা। গত প্রায় সাত মাস ধরে তার সঙ্গে একই কারখানার রোকন নামে এক কর্মীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। রোকন মিয়া (২৩) রাজশাহী জেলার বাঘা উপজেলার চকবাজার রাজাপুর গ্রামের সাঈদ মৃধার ছেলে। শনিবার সকালে রোকন তার প্রেমিকা শান্তাকে নিয়ে তার বন্ধু মিন্টু মিয়ার বাসায় যায়। মিন্টু টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার বাবুলের বাসার ভাড়াটিয়া। মিন্টু স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। মিন্টু তার কর্মস্থলে চলে গেলে রোকন তার প্রেমিকা শান্তাকে ধর্ষন করে। এসময় রোকন ও শান্তার মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় একপর্যায়ে রোকন গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে প্রেমিকা শান্তাকে হত্যা করে। পরে সে নিহতের লাশ খাটের নিচে লুকিয়ে রাখে। মিন্টু রাতে তার কর্মস্থল থেকে ফিরে এলে রোকন তাকে ঘরের চাবি বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় রোকনের আচরণ সন্দেহ হলে মিন্টু তাকে এলাকাবাসীর সহায়তায় ঘরে আটকে রাখে। পরে এলাকাবাসী এসে ধর্ষন ও হত্যার আলামত পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রোকনকে গ্রেফতার ও নিহত প্রেমিকা শান্তার লাশ উদ্ধার করে। রোকন পুলিশের কাছে শান্তাকে ধর্ষন ও হত্যার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে হত্যা ও ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল তিনটার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে। ঘাতক প্রেমিককে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৩:০৪:৫১   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ