তোর সাথে জন্মের আড়ি : মাহি

Home Page » বিনোদন » তোর সাথে জন্মের আড়ি : মাহি
রবিবার, ৯ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি দীর্ঘদিন যাবৎ তার ডান হাতের রিং ফিঙ্গারে একটি আংটি পড়তেন। এ আংটিকে তিনি তার লাকি চার্ম হিসেবেও মনে করেন। কিন্তু  তিনি এখন থেকে তার আংটিটি আর পড়বেন না বলে জানিয়েছেন। কিন্তু কেন মাহি এ আংটি পড়তেন এবং কেন এখন থেকে আর সেটি পড়বেন না সেটি নিজেই জানিয়েছেন মাহি।

মাহি গত ২৬ ফেব্রুয়ারি তার ফেসবুকের একটি পোষ্টেরমাধ্যমে তার আংটি রহস্য জানান।

পোষ্টটি হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো
‘এটা অনলি একটা আংটি না, এটা আমার কাছে একটা লাকি চ্যাম্প।আজ পর্যন্ত কোনোদিন এটা ছাড়া কোথাও যায়নি।বাসা থেকে বের হয়ে অনেক দূর চলে গেলেও যদি দেখতাম আংটিটা আমি পড়িনি, তাহলে আবার বাসায় এসে সেটা পড়ে বের হতাম।

এই আংটিটা আমার কাছে যে কত্ দামি সেটা আমি নিজেই জানিনা। আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড রুপা এটা আমাকে গিফট করেছিল। ও এখন নেই। মারা গেছে অনেক বছর আগে। যদিও ও নেই কিন্তু আমি আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ওর গিফট টা আমার কাছ থেকে আলাদা করিনি।

প্রত্যেকটা বার আমি আল্লাহর কাছে বলতাম যেন আমার কাছ থেক সব হারিয়ে গেলেও এটা যাতে না হারাই। কারণ এই রিং টা যতবার দেখি ততবার মনে হয় ও আমাকে খুব ভালোবাসে,আমাকে সারাক্ষণ দেখে, আমাকে আগলে রাখে। নিজেকে কখনও একা মনে হয়নি।

ভাবছি রিংটা আর পড়বোনা। খুলে ফেলবো। কারণ সাত আসমানের ঠিক কোন আসমানটাই তুই আছিস জানিনা। ওখানে এত্তগুলা বান্ধবী পেয়েছিস যে সময় করে আমার স্বপ্নেও আসিস না। তাই ঠিক করেছি তোর সাথে আর মনে মনে কথা বলে তোকে জ্বালাবোনা। তোর সাথে জন্মের আড়ি।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৪   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ