যেসব কারণে কমছে স্বর্ণের দাম

Home Page » অর্থ ও বানিজ্য » যেসব কারণে কমছে স্বর্ণের দাম
রবিবার, ৯ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ বিশ্ববাজারে সোনার দাম মন্দা।  এই পণ্যের দরপতন অব্যাহত রয়েছে।  গত সপ্তাহে প্রতি আউন্স (২.৪৩০৫ ভরি) স্বর্ণের বিক্রয়মূল্য ছিল ১১০০ মার্কিন ডলার।  


দাম কমে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স ১০৮৬ মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হয়েছে।  অর্থ বিশ্লেষকদের আশঙ্কা, সোনার দাম আরো পড়ে যেতে পারে।  কেন এই পণ্যের দাম নিম্নমুখী হচ্ছে তার কারণ বিশ্লেষণ করেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  সেখানে স্বর্ণের দাম কমার পাঁচ কারণ তুলে ধরা হয়েছে-

মার্কিন সুদের হার বৃদ্ধির শঙ্কা:


যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এক দশকের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়াতে যাচ্ছে।  ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।


এদিকে ইরানের পরমাণু চুক্তি, মধ্যপ্রাচ্যে সংঘর্ষের সুযোগ কমিয়ে দিয়েছে। গ্রিসও তাদের সংকট উত্তরণ হয়েছে।  মূলত, ভূ-রাজনীতিক বিপদের হাত থেকে রেহাই পেতে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের বিক্রি বাড়িয়ে দিচ্ছে।  এতে সোনার দাম পড়ে যাচ্ছে।


ডলারের মূল্য বৃদ্ধি :


অপরিশোধিত জ্বালানি তেলের মতোই আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রি হয় ডলারে।  বিভিন্ন দেশের মুদ্রামানের বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধিও স্বর্ণের দাম কমার জন্য দায়ী।


নিম্নমুখী বৈশ্বিক মূল্যস্ফীতি :


২০০৮ সালে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকট কেটে উঠার পর দেশটির মুদ্রা পলিসি সহজ হয়েছিল।  এসময় আশঙ্কা করা হচ্ছিল, বিভিন্ন দেশের মূল্যস্ফীতি অনেক বেড়ে যেতে পারে।  কিন্তু বাস্তবে তা হয়নি।  বরং যুক্তরাষ্ট্রসহ জাপান ও ইউরোপে এখন মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে।  এর ফলে বিনিয়োগকারীরা স্বর্ণ ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলছে।  এতে দাম কমছে স্বর্ণের।


 স্বর্ণ কম কিনছে সেন্ট্রাল ব্যাংক :


স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক।  কিন্তু তারা আজ স্বর্ণ কেনা কমিয়ে দিয়েছে।  ৫ বছর আগে ভারতের ফরেক্স গোল্ড কেনার হার ছিল ৭ শতাংশ।  বর্তমানে তা কমে ৫ শতাংশ।  এটাও বিশ্ববাজারে র্স্বর্ণের দাম কমার পেছনে অন্যতম কারণ।


চীনের বাজারে স্বর্ণের আমদানি কম :


২০১৪ সালে ভারতে স্বর্ণের ভোক্তা ছিল সবচেয়ে বেশি।  ২০১৫ সালের শুরুর দিকে স্বর্ণের ভোক্তা সবচেয়ে বেশি ছিল চীনে।  এ বাজারে স্বর্ণ আমদানি কমে গেছে।  যার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম দিন দিন কমছে।

বাংলাদেশ সময়: ০:২০:২০   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ