জেলে দু’দিন ধরে উপোস মুন্নাভাই

Home Page » বিনোদন » জেলে দু’দিন ধরে উপোস মুন্নাভাই
শনিবার, ৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ একে তো বলিউড তারকা অভিনেতা জেলে। তার পরে আবার দু’দিন ধরে উপোস। আবার কোনো কথাও বলছেন না তিনি। এ নিয়ে নানা কথা হচ্ছে ভারতজুড়ে। মুন্নাভাই-এর এমন খবরই দিচ্ছে দেশটির গণমাধ্যম।


দু’দিন ধরে জেলে কিছু মুখে তোলেননি সঞ্জয় দত্ত। খবরে বলা হয়েছে, কোনও কথাও বলছেন না বলিউড তারকা। ইয়েরওয়াড়া জেলে নিজের সেলে গড়ে তোলা ছোট্ট মন্দিরের সামনে বসে রয়েছেন তিনি। পিসির মৃত্যুর শোকে বিহ্বল সঞ্জুবাবা।


সঞ্জয়ের বাবা সুনীল দত্তর বোন রানি বালি মারা গেছেন। জেলেই সেই খবর পেয়েছেন সঞ্জয়। পিসির শেষকৃত্যে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই অনুমতি মেলেনি।

এরপর থেকেই মন্দিরের সামনে বসে কেঁদে চলেছেন সঞ্জয়। খাওয়া তো দূরস্থান, কথাও বলছেন না সঞ্জয়। তিনি মুম্বই বিস্ফোরণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় বর্তমানে ইয়েরওয়াড়া জেলে রয়েছেন।

এর আগে পুনের ইয়েরওয়াড়া সেন্ট্রাল জেলের মধ্যে রেডিও অনুষ্ঠান শুরু হলে সেখানে রীতিমতো অডিশন দিয়ে মুন্নাভাই রেডিও জকির কাজ পান। তার সঙ্গে আর একজন রয়েছে। সঞ্জয় দত্ত হিন্দি, ইংরেজি ও মারাঠি এই তিন ভাষা মিলিয়ে রেডিও জকি হিসাবে কাজ করছেন। শুধু তাই নয়, জেল সূত্রে খবর, অন্য কয়েদিদের সাহায্য নিয়ে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় চিত্রনাট্যও নিজেই লিখছেন মুন্নাভাই।

 

মুম্বই বিস্ফোরণের ঘটনা সংক্রান্ত বেআইনি অস্ত্র রাখার মামলায় ৫৫ বছর বয়সী সঞ্জয় দত্তকে ২০১২ সালে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ টাডা আদালত। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। রেডিও জকির কাজ করা ছাড়া জেলে বসে কাগজের ব্য়াগও তৈরি করতে হয় তাকে।

 

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৯   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ