‘স্টার হয়ে দেশে ফিরবি’

Home Page » ক্রিকেট » ‘স্টার হয়ে দেশে ফিরবি’
শনিবার, ৮ আগস্ট ২০১৫



 

 

বঙ্গনিউজ ডটকমঃ কথাটা সৌম্য সরকারকে বলেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের একটি ম্যাচ খেলেই বিশ্বকাপে সুযোগ পান সৌম্য সরকার। সহজাত ভয় কাজ করলেও, মাশরাফি সবসময়েই তাকে সাহস জুগিয়ে গেছেন।

বলে রাখা ভালো, সৌম্য নিজেও অবাক হয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে। ক্রিকেট কাউন্ট্রিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ ব্যাপারে বলেছেন, ‘গত বছর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিমাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আমার অভিষেক হয়। ওই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০ রানের ইনিংস খেলি।’

‘এরপর যখন বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময় হলো, আমি নিজেও নিশ্চিত ছিলাম না দলে থাকবো। কিন্তু স্কোয়াডে যখন নিজের নাম পেলাম কিছুটা অবাক হয়েছি। আমার জন্য অনেক বড় মুহূর্ত ছিলো সেটা’, যোগ করেন তিনি।

তবে একটি মাত্র ওয়ানডে খেলেই বিশ্বকাপের মতো আসরে খেলতে পেরে খুশির সাথে সাথে ভয়ও পাচ্ছিলেন ১৬টি ওয়ানডে খেলেই আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে উঠে আসা এই ওপেনার। সৌভাগ্য তার; মাশরাফি বিন মুর্তজা পুরোটা সময় ধরেই সাহস জুগিয়েছেন।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে টুর্নামেন্ট থাকাকালীন সময়ে সৌম্যকে বলেছিলেন, ‘বিশ্বকাপ থেকে দেশে ফিরবি তুই স্টার হয়ে’।

হয়তো মাঠ কাঁপানো স্টার হতে পারেননি সৌম্য। তবে নিজের জাত চিনিয়েছেন নজরকাড়া সব শট দেখিয়ে।

বিশ্বকাপের পরেও সমুজ্জ্বল সাতক্ষীরার এই সূর্যসন্তান। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন সিরিজে দলের জন্য নিজেকে ঢেলে দিয়েছেন। চারটি অর্ধশতকের সাথে পাকিস্তানের বিপক্ষে একটি ঝড়ো শতক তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।

 

বাংলাদেশ সময়: ১২:১৬:০০   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ