ম্যাচ তৃতীয় দিনে নিতে পারল অস্ট্রেলিয়া

Home Page » ক্রিকেট » ম্যাচ তৃতীয় দিনে নিতে পারল অস্ট্রেলিয়া
শনিবার, ৮ আগস্ট ২০১৫



  •  

PreviousNext

 ট্রেন্ট ব্রিজ টেস্টের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল অনেকটা প্রথম দিনেই। কৌতুহল ছিল অস্ট্রেলিয়া ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা; ম্যাচ তৃতীয় দিনে নিতে পারে কিনা তা দেখার। ১৮৯০ সালের পর ২ দিনে টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সেই বিব্রতকর স্বাদ পাওয়া থেকে মাইকেল ক্লার্করা বেঁচে গেছেন এবারের মত। তবে ইনিংস পরাজয় এড়ানো নিয়ে এখনও সংশয় আছে যথেষ্টই। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে আরেকবার ব্যাট করাতে তাদের চাই আরও ৯০ রান!

প্রথম দিন স্টুয়ার্ট ব্রডের পেস-সুইংয়ের জবাব জানা ছিল না অস্ট্রেলিযার। দ্বিতীয় দিনে অজিদের হন্তারক অলরাউন্ডার বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে দলকে ১১৩ রান এনে দেন ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। সেই প্রতিরোধ ভেঙে ধ্বংসযজ্ঞ চালান স্টোকস। রজার্সকে (৫২) ফিরিয়ে জুটি ভাঙেন, পরের ওভারে ফেরান ওয়ার্নারকে (৬৪), পরের ওভারে শন মার্শকে (২)! পরে পিটার নেভিল ও মিচেল জনসনকে ফিরিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারে ও অ্যাশেজে নিজের দ্বিতীয় ৫ উইকেট।

প্রথম দিনের নায়ক ব্রড নিয়েছেন একটি উইকেট, মার্ক উড ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ককে (১৩)। অস্ট্রেলিয়ার হয়ে একটা প্রান্ত আগলে রেখে দ্বিতীয় দিন শেষ করেছেন অ্যাডাম ভোজেস (৪৮*)। অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ২৪১।

ব্রডের তোপে (৮/১৫) প্রথম দিন লাঞ্চের আগেই ৬০ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনেই ইংল্যান্ড লিড নিয়েছিল ২১৪ রানের। দ্বিতীয় দিনে লাঞ্চের একটু ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৯১ রানে। লিড ছিল ৩৩১ রানের। ১৩০ রান করেন জো রুট, জনি বেয়ারস্টো ৭৪। অস্ট্রেলিয়ার হয়ে ১১১ রানে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক।

তৃতীয় দিনে ইংল্যান্ডের অপেক্ষা একটু দীর্ঘায়িত করতে পারেন হয়ত কেবল ভোজেসই। ম্যাচ ও সিরিজের ভাগ্য প্রায় নির্ধারিত হয়েই গেছে। অ্যাশেজ পুনরুদ্ধার করছে ট্রেভর বেলিস আর অ্যালিস্টার কুকের ইংল্যান্ড, এটা বলে দেওয়ায় এখন ঝুঁকি নেই একটুও।

বাংলাদেশ সময়: ১১:৫১:১৭   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ