এরশাদের দাবি সঠিক নয়: তথ্যমন্ত্রী

Home Page » প্রথমপাতা » এরশাদের দাবি সঠিক নয়: তথ্যমন্ত্রী
শুক্রবার, ৭ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ‘বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বাড়ছে’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মহম্মদ এরশাদের এমন দাবি সঠিক নয় বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুর হক ইনু। তিনি বলেছেন, “মাঝে মাঝে সমাজে এ ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে। তবে সরকার দায়িত্ববোধ থেকেই দেনদরবার না করে শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও সাজা দেবে। এ নিয়ে কারো কোনো রাজনীতি করার অবকাশ নেই।”

 

শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা একাডেমি বিদ্যালয়ে ইউনিসেফের সহযোগিতায় ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ স্লোগানে নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সৃজনশীলতা উপস্থাপন শীর্ষক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

নারী নির্যাতনকারীদের মতোই সাম্প্রতিককালের শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধেও সরকার কঠোর অবস্থান নিয়েছে, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “সরকারের কঠোর নির্দেশ, এ ব্যাপারে কাউকেই ছাড় দেয়া হবে না।”
এ সময় মধ্যবর্তী নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া যতক্ষণ সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দিয়ে নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন, সেটা আসলে বিভ্রান্ত করার ফাঁকা বুলি মাত্র। কার্যত বিশেষ ট্রাইব্যুনালে মানুষ পোড়ানোর মামলা ও যেসব মামলা রায়ের জন্য চুড়ান্ত পর্যায়ে রয়েছে সেসব মামলা থেকে বাঁচতে এবং দৃষ্টি অন্যদিকে সরাতে উনি নির্বাচনের বুলি আওড়াচ্ছেন।”

মন্ত্রী বলেন, “তবে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার হলো হত্যা, খুন ও বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িতদের বিচার করা।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, ইউনিসেফ’র কো-অর্ডিনেটর কাজী রবিউল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৩৫   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ