দ্রুত সুস্থ হতে দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল

Home Page » জাতীয় » দ্রুত সুস্থ হতে দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫



fokrul_33463.gifসিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার মোবাইল ফোনে যুগান্তরকে তিনি বলেন, দেশবাসীসহ দলের সব স্তরের নেতা-কর্মী-সমর্থকের কাছে আমি দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দ্রুত দেশ ফিরে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি। তিনি বলেন, সারাক্ষনই দেশের জন্য মন টানে।
ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকে আক্রান্ত মির্জা ফখরুল চিকিৎসার জন্য ২৭ জুলাই সিঙ্গাপুর যান। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সঙ্গে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন। গত জানুয়ারি থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের শুরুতেই ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে ফখরুলকে আটক করে পুলিশ। পরে তাকে নাশকতার কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমার ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারির যে জায়গায় ব্লক সৃষ্টি হয়েছে, এটা খুবই জটিল। আমি তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছি। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। ওইসব পরীক্ষার রিপোর্টগুলো তারা পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। এখনো আরো কয়েকটি রিপোর্ট বাকী আছে। দোয়া করবেন, যাতে আমি সুস্থ হয়ে ফিরতে পারি।
অস্ত্রোপচার করতে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ক্যারোটিভ আর্টারির ব্লক অপসারণে অস্ত্রোপচার খুবই জটিল একটি সার্জারি। এটা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বিশেষায়িত কয়েকটি হাপাতালেই হয়ে থাকে। চিকিৎসকরা এখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করছেন। সেগুলো আসার পর দেখা যাক ডাক্তাররা কী বলেন।
মির্জা ফখরুল বলেন, সিঙ্গাপুরে এসেই ২৮ জুলাই ইকোনো হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু‘কে দেখেয়েছি। তিনি কিছু পরীক্ষাও দিয়েছেন, যা ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি জানান, ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টিরিতে ব্লক ছাড়াও তার হৃদযন্ত্রে তিনটি ব্লক রয়েছে। ওইসব স্টেইন করানো হয়েছে ১০ বছর হয়ে গেছে। এছাড়া রয়েছে আইবিএস‘র সমস্যা। আইবিএস অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব বলেন, ইন্টারনেটের মাধ্যমে দেশের রাজনীতি, দলের নেতা-কর্মীদের খবরাখবর রাখছি। সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা বিশেষ করে দলের নেতা-কর্মীরা টেলিফোনে আমার খোঁজ-খবর নিচ্ছেন।
এদিকে বাবার সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া থেকে স্বামীকে নিয়ে বড় মেয়ে অধ্যাপক মির্জা সামারু ও তার শিশু কন্যা সেবাড় ফাহামকে নিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:২৬   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ