মহাসড়কগুলোয় অটোরিকশাসহ তিন চাকার ছোট যান চলাচলে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও দেদার চলছে এসব যানবাহন। ছবিটি মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদর থেকে তোলা _ফোকাস বাংলা
র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী প্রতিরোধমূলক নানা তৎপরতায়ও কাটছে না মহাসড়কের অচলাবস্থা। মহাসড়কে থ্রি-হুইলারসহ সব ধরনের অযান্ত্রিক যান চলাচলে নিষেধাজ্ঞা জারির চতুর্থ দিনেও দেশের অন্তত ৫ জেলায় ১১টি স্থানে মহাসড়ক অবরোধ করে অটো মালিক-শ্রমিকরা ভাংচুরসহ নানা তা-ব চালিয়েছে। এতে জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ে। তবে মঙ্গলবার কোথাও পুলিশের সঙ্গে অটো শ্রমিকদের সরাসরি সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, অটো মালিক-চালকদের ‘অহেতুক’ আন্দোলন দমাতে সরকার এবার ‘মামলা জাল’ তৈরিসহ নানা কৌশল নিয়েছে। তাই পুলিশকে অবরোধ-বিক্ষোভের মাঠে কিছুটা সংযত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে আন্দোলনরত অটোশ্রমিকরা বেপরোয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মারমুখী হয়ে উঠবে।
এদিকে সরকারের এ কৌশল টের পেয়ে অটোমালিক-চালকরাও রাজপথে তা-ব না চালিয়ে পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন কঠোর কর্মসূচি দিয়ে মহাসড়কের অচলাবস্থা দীর্ঘায়িত করার ফন্দি আটছে।
তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ফন্দিতেই কাজ হবে না। যে কোনো মূল্যেই সরকার মহাসড়কে অটোরিকশা চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে। এ নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনায় বসারও প্রশ্ন আসে না।
চট্টগ্রাম: মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং শাহ আমানত ব্রিজের টোল বৃদ্ধির প্রতিবাদে ১৩ আগস্ট চট্টগ্রাম জেলায় পরিবহন ধর্মঘট এবং ৯ আগস্ট শ্রমিক সমাবেশ ও সরকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পশ্চিম পটিয়ার ভেল্লাপাড়া ক্রসিংয়ে আয়োজিত মানববন্ধন পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা বলেন, সারাদেশে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে সরকার শ্রমজীবী মানুষের রুজি-রুটির ওপর আঘাত হেনেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সারাদেশে প্রায় ১০ লাখ মানুষ বেকার হয়ে যাবে। তিনি অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান। অন্যথায় সারাদেশে পরিবহন ধর্মঘটের মধ্য দিয়ে এ দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে বাধ্য করা হবে বলেও হুমকি দেন তিনি।
মৌলভীবাজার: দুর্ঘটনা এড়াতে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি, ধর্মঘট ও খ- খ- মিছিল বঙ্গনিউজ ডটকমঃঅটোরিকশা মালিক-চালকরা। মঙ্গলবার সকাল থেকে শহরের চাঁদনীঘাট, চৌমুহনী, কুসুমবাগ, বেরীরপার, ঢাকা বাসস্ট্যান্ট, শমসেরনগর রোডসহ শহরের ছোট-বড় বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করেন তারা। শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলবে।
এদিকে ধর্মঘট অবস্থান কর্মসূচির কারণে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় মৌলভীবাজার- ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক, মৌলভীবাজার কুলাউড়া সড়ক ও সিলেট-শেরপুর মৌলভীবাজার সড়কের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ বিপাকে পড়েন। সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
মৌলভীবাজার ট্রাফিক ইনচার্জ মাহফুজুর রহমান জানান, শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজার জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন অবস্থান কর্মসূচি ও ধর্মঘট ডাকলেও যান চলাচল স্বাভবিক ছিল। পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেয়নি।
ফরিদপুর: মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার, ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে অটো, নসিমন মালিক ও চালকরা মহাসড়কে বিক্ষোভ করে। তারা মালিগ্রাম বাজারে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে তাদের কর্মসূচিই দীর্ঘস্থায়ী হতে দেয়নি পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, মহাসড়কে অটো ও নসিমন চালকরা সংঘবদ্ধ হয়ে ব্যারিকেড দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারা মহাসড়কে জড়ো হওয়ার আগেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
লালমনিরহাট: মহাসড়কে ত্রিচক্র যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে জেলায় বিক্ষোভ-মিছিল করেছে ইজিবাইক মালিক চালক সংগ্রাম পরিষদ। সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ-সমাবেশ শেষে ঘণ্টাব্যাপী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, ইজিবাইক চলাচল বন্ধ হয়ে গেলে জেলায় কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে। তাছাড়া অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে পড়বে। অনেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে বাইক কিনেছে। তারা ঋণ শোধ করতে না পারলে মামলার ফাঁদে পড়বে।
রংপুর: জাতীয় মহাসড়কে থ্রি হুইলারসহ সব অযান্ত্রিক যান চলাচল বন্ধের প্রতিবাদে মঙ্গলবার রংপুরের কাউনিয়ায় মাহেন্দ্র ও অটোরিকশার মালিক-শ্রমিকরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। উপজেলা মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি শামিমের নেতৃত্বে মালিক-শ্রমিকরা উপজেলা চত্বরে বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ভুট্টু মিয়া, মিজানুর রহমান মিজান, এমদাদ প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বগুড়া: মহাসড়কের পাশ দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে বগুড়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি।
অটোরিকশা মালিক ও শ্রমিক নেতারা বলেন, হঠাৎ সিএনজি অটোরিকশা বন্ধের সিদ্ধান্তে তাদের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। তারা মহাসড়কের পাশে পৃথক লেন নির্মাণের দাবি জানান। এছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবি করেন।
নেত্রকোনা: জেলা অটোটেম্পো ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার জেলার সবকটি উপজেলা সড়কে সিএনজি চলাচলে বাস শ্রমিকদের বাধার প্রতিবাদে শহরে বিক্ষোভ-মিছিল ও জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়।
জেলা অটোটেম্পো ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়নে সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ-মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, জেলা সিএনজি মালিক সমিতির যুগ্ম সম্পাদক দেবদুলাল সরকার প্রমুখ।
ঝিনাইদহ: মহাসড়কে থ্রি হুইলার ও ইজিবাইক চলাচল নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঝিনাইদহের কালীগঞ্জের ইজিবাইক ও থ্রি হুইলার মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর থেকে মহাসড়কের দুই পাশে শত শত থ্রি হুইলার ও ইজিবাইক রেখে মালিক-চালকরা উপজেলা পরিষদের মধ্যে বিক্ষোভ করে।
জানা গেছে, মহাসড়কে থ্রি হুইলার ও ইজিবাইক চলাচল বন্ধের জন্য স্থানীয় উপজেলা প্রশাসন থেকে শ্রমিক ইউনিয়নে চিঠি দেয়া হয়। চিঠি পাওয়ার পর মঙ্গলবার দুপুরে শ্রমিক নেতারা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য সেখানে-সেখানে উপস্থিত হন। এ সময় চালকরা ইজিবাইক ও থ্রি হুইলার চলাচলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, থ্রি-হুইলার চালক শ্রমিক নেতাদের সঙ্গে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পেঁৗছানো সম্ভব হয়নি।
নাটোর: সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বিআরটিএর অভিযান নাটোরে শুরু হয়েছে। মঙ্গলবার জেলা সদরের দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা ও নাটোর-পাবনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে দত্তপাড়া এলাকা থেকে মোট ছয়টি গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, ১৯৮৩ সালের যানবাহন আইনে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে ফিটনেসবিহিন, ড্রাইভিং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ মামলা দায়েরও করা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া ছাড়াও সরকারের বর্তমান নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।
রাজশাহী: সরকার কর্তৃক ঘোষিত অটোরিকশা মহাসড়কে চলাচল নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও যাত্রীবাহী বাস ভাংচুর করেছে গোদাগাড়ী আটোরিকশা-ইজিবাইক চালকের শ্রমিকরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় অটোরিকশার চালকরা গোদাগাড়ী সদর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে। বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিস চাঁইপাড়া হলের মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়া আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ইট-পাটকেল ছোড়েন। এতে ওই যাত্রীবাহী বাসের ৩-৪টি জানালার কাঁচ ভেঙে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। ফলে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পেঁৗছার আগেই বিক্ষোভকারীরা রাস্তা থেকে চলে যায় বলে গোদাগাড়ী মডেল থানার কর্তব্যরত অফিসার জানান।
কেরানীগঞ্জ: টোলমুক্ত করার দাবিতে চতুর্থ দিনের মতো মঙ্গলবারও বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুতে অবরোধ কর্মসূচি পালন করেছেন যানবাহনের চালক-শ্রমিক-মালিকরা। এতে গত শনিবার থেকে রাজধানীর সঙ্গে কেরানীগঞ্জ ছাড়াও খুলনা, বরিশাল ও মুন্সীগঞ্জসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় হাজারো যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।
সকাল থেকে অবরোধকারীরা সেতুর উত্তর প্রান্তে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রিকশা ও ভ্যান চলাচলেও বাধা দেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেছেন, সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তারা তৎ?পর রয়েছেন।
এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতু টোল মুক্তি পরিষদের আহ্বায়ক ইমদাদুল হক আবারো বলেছেন, এই সেতুকে টোলমুক্ত করার ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
গত শুক্রবার রাত ১২টার পর থেকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওই সেতুতে নতুন হারে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে সেতুতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, বাস এবং অন্যান্য যানবাহনের চালক, শ্রমিক ও মালিকরা শনিবার সকাল আটটা থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন।
কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জাতীয় মহাসড়কে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও এ ধরনের বাহনের বেপরোয়া চলাচলের কারণে অহরহ দুর্ঘটনা ঘটে। এতে চালক-হেলপার ছাড়াও যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে অটোরিকশা চলাচলে কোনো ছাড় দেয়া হবে না। মন্ত্রী মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস এবং ফোর লেনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সাড়ে ৩ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক ছাড়া দেশের বাকি আড়াই লাখ কিলোমিটার সড়কে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা চলাচলে কোনো বাধা নেই। শহরেও এসব বাহনের চলাচলে সরকার বাধা দিচ্ছে না। জাতীয় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তা বহাল থাকবে। তিনি আরো বলেন, অনেকে না বুঝে বিকল্প ব্যবস্থার কথা বলেন, বিকল্প ব্যবস্থার নামে যাত্রীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে জীবিকার দাবি অর্থহীন। তাই এ বিষয়ে কারো সাথে আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই। না বুঝে কিছু কিছু জায়গায় কেউ কেউ আন্দোলন করছে, এগুলো বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১০:১৬:৪৫ ৪৯১ বার পঠিত