মালিতে সেনা ক্যাম্পে হামলায় ১১ সৈন্য নিহত

Home Page » বিশ্ব » মালিতে সেনা ক্যাম্পে হামলায় ১১ সৈন্য নিহত
বুধবার, ৫ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃমালির উত্তরাঞ্চলীয় তিমবুক্তু এলাকায় সোমবার সেনা ক্যাম্পে ‘সন্ত্রাসী’ হামলায় ১১ সৈন্য নিহত হয়েছে। সেখানে হামলার ঘটনায় এ অঞ্চলে আল-কায়েদার অঙ্গ সংগঠনকে দায়ী করা হয়। সরকারি এক বিবৃতিতে একথা জানানো হয়।
মালির উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে জিহাদি হামলা হলেও দেশের মধ্যাঞ্চলে এ বছরের শুরু থেকে তাদের হামলার ব্যাপকতা অনেক বৃদ্ধি পায়।
বিবৃতিতে বলা হয়, অজ্ঞাতনামা বন্দুকধারীরা তিমবুক্তুর প্রায় ১শ’ ৪০ কিলোমিটার পূর্বে গোউরমা-রহারুসে সোমবার ভোরে মালি ন্যাশনাল গার্ডের একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়।
এতে আরো বলা হয়, ওই হামলায় ১১ গার্ড নিহত ও একজন আহত হয়। বিবৃতিতে এ কাপুরোষিত ও বর্বর হামলার নিন্দা জানানো হয়েছে।
মৌরিতানিয়ার বার্তা সংস্থা আল-আখবার জানায়, জিহাদি গ্রুপ আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
একিউআইএমের মুখপাত্র আবু দারদা আল-চিনগুইতি টেলিফোনে বার্তা সংস্থাকে বলেন, ‘আমাদের যোদ্ধারা ভোরে মালির ওই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সফলভাবে নয় সৈন্যকে হত্যা করে।’
ওই মুখপাত্র আরো জানান, তারা সেখানে থাকা চারটি যানবাহন গুড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে।
মালির দুই সামরিক সূত্র এ হামলার খবর নিশ্চিত করলেও তারা ১০ জনের মৃত্যুর খবর জানায়।
পশ্চিম আফ্রিকার এ দেশটির মধ্যাঞ্চলে অতর্কিত হামলায় মালির দুই সৈন্য নিহত ও চারজন আহত হওয়ার কয়েকদিন পর এ হামলা চালানো হলো।
এক বিবৃতিতে মালির শান্তিরক্ষী মিশন এ কাপুরোষিত সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। 

বাংলাদেশ সময়: ২:১৮:৩৮   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ