ফুজিৎসু ল্যাপটপের দাম কমেছে

Home Page » এক্সক্লুসিভ » ফুজিৎসু ল্যাপটপের দাম কমেছে
মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫



ফুজিৎসু এএইচ সিরিজের ল্যাপটপফুজিৎসু এএইচ সিরিজের ল্যাপটপবঙ্গনিউজ ডটকমঃজাপানের ফুজিৎসু ব্র্যান্ডের এএইচ সিরিজের কয়েকটি মডেলের ল্যাপটপের দাম কমেছে। বাংলাদেশে ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ বিপণন করছে পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঈদের পর থেকে ফুজিত্সু ব্র্যান্ডের ‘লাইফবুক’ হিসেবে পরিচিত ল্যাপটপের দাম আড়াই হাজার টাকা পর্যন্ত কমেছে।

১৫.৬ ইঞ্চি পর্দার এএইচ-৫৪৪ মডেলের লাইফবুকে আছে চতুর্থ প্রজন্মের ২.৪ গিগাহার্টজ গতির কোর আই-৩ প্রসেসর, ৭৫০ জিবি হার্ডডিস্ক,৪ জিবি ডিডিআর থ্রি র‍্যাম। লাইফবুকটির বর্তমান মূল্য ৪৫ হাজার টাকা যা আগে ছিল ৪৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও একই সিরিজের কোর আই ৫ প্রসেসর নির্ভর লাইফবুকের প্রসেসিং গতি ৩.২ গিগাহার্টজ। এর তথ্য ধারণ ক্ষমতা ৫০০ জিবি। এটি এখন পাওয়া যাচ্ছে ৫৬ হাজার ৫০০ টাকায়।

এএইচ সিরিজের কোর আই-৫ মডেলের মধ্যে ৭৫০ জিবি হার্ডডিস্ক ও ৮ জিবি র‍্যাম সুবিধার আরেকটি মডেলের দাম এখন ৬২ হাজার ৫০০ টাকা। একই সিরিজে রয়েছে এনভিডিয়া গ্রাফিকস সুবিধার দুইটি মডেলের লাইফবুক। এর একটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক এবং অন্যটিতে ৮ জিবি কাম ও ৭৫০ জিবি হার্ডডিস্ক। লাইফবুক দুটি এখন ৬২ হাজার ও ৬৮ হাজার ৫০০ টাকায় কেনা যাবে।

কম্পিউটার সোর্স জানিয়েছে, প্রতিটি ল্যাপটপে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এ ছাড়াও প্রতিটি ল্যাপটপের সঙ্গে ব্যাকপ্যাক পাবেন ক্রেতা।

বাংলাদেশ সময়: ২২:১৪:৩৮   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ