মেক্সিকোয় ফটোসংবাদিকের মৃতদেহ

Home Page » বিশ্ব » মেক্সিকোয় ফটোসংবাদিকের মৃতদেহ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃমেক্সিকো সিটির একটি ফ্ল্যাটে এক ফটোসাংবাদিকের মৃতদেহ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে আরো চারজনের মৃতদেহ পাওয়া যায়। 
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে রুবেন এস্পিনোসা নামের ওই ফটোসাংবাদিক সম্প্রতি মেক্সিকো সিটিতে চলে আসেন। তিনি অনুসন্ধানী পত্রিকা প্রোসেসোয় কাজ করতেন। 
ভেরাক্রুজে তিনি হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন ।
ভেরাক্রুজকে সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে মেক্সিকোর অন্যতম বিপজ্জনক রাজ্য হিসেবে মনে করা হয়।
রাজ্যটিতে সাংবাদিকরা প্রায়ই মাদক চক্রগুলোর সঙ্গে সম্পর্কিত সংঘবদ্ধ অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।
খবর এএফপি’র। 
প্রোসেসো জানায়, মেক্সিকো সিটির বারভাতে এলাকা থেকে এই মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনার একদিন আগে থেকে পরিবারের সঙ্গে এস্পিনোসার কোন যোগাযোগ ছিল না। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
নগর কার্যালয় থেকে বলা হয়, এই ঘটনায় তার সঙ্গে আরো যারা মারা গেছেন তাদের সকলেই নারী। এদের তিন জন ওই অ্যাপার্টমেন্টেই থাকতেন। আরো একজন গৃহকর্মী হিসেবে সেখানে কাজ করত।
কর্মকর্তারা বলেছেন, কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
যদিও প্রোসেসো জানিয়েছে, এস্পিনোসার শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
মেক্সিকোর রাজ্যগুলোতে প্রাণনাশের হুমকি পাওয়া অনেক সাংবাদিক রাজধানীতে আশ্রয় নেন।
সরকার তাদের রক্ষায় একটি সংস্থা গঠন করেছে।
বাক স্বাধীনতা সমর্থনকারী গ্রুপ আর্টিকেল ১৯ জানায়, এস্পিনোসাই প্রথম সাংবাদিক যাকে মেক্সিকো নগরীতে নির্বাসিত জীবন কাটানো অবস্থায় হত্যা করা হল।
গ্রুপটি আরো জানায়, তার এই মৃত্যু মেক্সিকোর সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার নতুন মাত্রা যোগ করল।
চলতি বছরের গোড়ার দিকে ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস জানায়, ২০১০ সাল থেকে মেক্সিকোতে ৯৭ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। -

বাংলাদেশ সময়: ১:৪৭:২৪   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ