কপালের ২০টি লিখন

Home Page » ফিচার » কপালের ২০টি লিখন
সোমবার, ৩ আগস্ট ২০১৫



কিছু ঘটনা আছে, যা আমাদের কপালের লিখন! ঘটে নাকি তেমন ঘটনা আপনার জীবনেও?
.বঙ্গনিউজ ডটকমঃ * বাসায় কিংবা বাসার বাইরে ধুলাবালি এবং ময়লা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে যখন দুই হাতে ময়লা লেগে যায়, তখনই খেয়াল করবেন পিঠ চুলকায়।
* হাত থেকে চুলের ক্লিপ বা সেফটিপিন পড়ে গেল। সেই ক্লিপ বা সেফটিপিন খুঁজে পাবেন ঘরের মেঝেতে শুয়ে-বসে ঘণ্টা তিনেক পরিশ্রম করার পর।
* মুঠোফোনে রং নম্বরে ফোন করার চেষ্টা করলে সেই নম্বর কোনোকালেই ব্যস্ত থাকবে না।
* অফিসে দেরিতে আসার কারণ হিসেবে গাড়ির টায়ার পাংচারের ঘটনা বললেন বড় কর্তাকে। পরদিনই গাড়ির টায়ার পাংচার হবে।
* ব্যাংকে টাকা তোলা বা জমা দেওয়ার সময় কিংবা কোথাও কোনো কাজে লাইনে দাঁড়িয়েছেন। সেই লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়ালেই দেখবেন আগের ছেড়ে দেওয়া লাইনটাই দ্রুত এগোচ্ছে।
* ভীষণ যানজটে রাস্তায় বসে থেকে হতাশ হয়ে পাবলিক বাস থেকে নেমে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পরই দেখবেন, পাশ দিয়ে ওই ছেড়ে দেওয়া বাসটাই চলে গেল হুশ করে!
* অফিসে কারও সামনে পড়তে চাইছেন না? বিশ্বাস করুন আর না-ই করুন, ওই দিন আপনি সেই মানুষটার সামনে মিনিটে ৬ বার, ঘণ্টায় ১৮০ বার পড়বেন।
* কোনো যন্ত্র চলছে না, এমন প্রমাণ দিতে চাইলে যন্ত্রে হাত দিলেই সেটা দিব্যি ঠিকঠাক চলতে শুরু করে!
* পিঠের সেই জায়গাটাতেই বেশি চুলকায়, যেখানে আপনার হাতের আঙুল পৌঁছায় না।
* সিনেমা হলে যার আসন আগে হয়, সে-ই আসে সবার শেষে।
* গরম কফি বা চা নিয়ে অফিসের টেবিলে বসুন, আপনার বস তখনই আপনাকে ডাকবে।
* কোনো কিছু না জেনে তর্ক শুরু করুন, তর্কে আপনিই জিতে যাবেন।
* জুতা কেনার সময় যে জুতা আপনার পায়ে লাগবে, তা আপনার পছন্দ হবে না।
* কোনো পোশাক খুব পছন্দ করে কিনে ফেলেছেন। পরদিনই দেখা গেল, আপনার বন্ধু বা সহকর্মীদের কেউ সেটার মতোই একটা পোশাক পরে আছে!
* দাঁতের ব্যথায় চিকিৎসকের কাছে যেতে গাড়িতে উঠলেন। কিছুক্ষণ পর খেয়াল করলেন, দাঁতে আর ব্যথা নেই!
* আজ আপনার স্ত্রীর জন্মদিন? বিশ্বাস করুন আর না-ই করুন, আজ আপনাকে অফিসে আট ঘণ্টার বেশি কাজ করতে হবে। অফিসের কাজে অন্য কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনাও প্রবল!
* প্রেমিক/প্রেমিকার সঙ্গে বাইরে গিয়েছেন ঘুরতে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, পরিচিত কারও চোখে যেন পড়ে না যান। রিকশা থেকে নামতেই দেখবেন, বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু আপনার দিকেই তাকিয়ে আছে।
* কাউকে দেখাতে গেলেন, একটা জিনিস ঠিকঠাক কাজ করছে না। তখনই দেখবেন জিনিসটা খুব ভালোভাবেই কাজ করছে।
* বাসা থেকে কোনো কাজে বের হওয়ার পরপরই মনে সন্দেহ জাগে, বাসার ছিটকিনি কিংবা পানির কল অথবা লাইট-ফ্যান ঠিকমতো বন্ধ করে এসেছি তো?
* ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছেন। ক্লান্তি কাটাতে ল্যাপটপ বা মুঠোফোনে ফেসবুকিং করছেন। ঠিক তখনই মা এসে শুরু করবেন বকাবকি!

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৬   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ