বঙ্গনিউজ ডটকমঃ দুর্নীতির দায়ে টালমাটাল এখন পুরো ফুটবল বিশ্ব। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের বিপক্ষে সবচেয়ে বড় অভিযোগ, ঘুষের বিনিময়ে রাশিয়া এবং কাতারকে বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা পাইয়ে দিয়েছেন তিনি। সরাসরি তার বিপক্ষে অভিযোগ প্রমাণ করা না গেলেও, তার প্রশাসনের বিপক্ষে এ অভিযোগ এখন প্রায় প্রমাণিত। যে কারণে জুনে ফিফার নির্বাচনের আগে সুইস পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই সহ-সভাপতিসহ সাত কর্মকর্তা। যে ঘটনার জের ধরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ব্ল্যাটার নিজে। তবে, এতকিছুর পরও রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ২০১৮ বিশ্বকাপের প্রিলিমিনারি ড্র। সেখানেই ব্ল্যাটারের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এরপর তিনি দাবিতে করেন, ‘ব্ল্যাটার এমন একজন ব্যাক্তি, যিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এবং তাকে নোবেল দেয়া উচিৎ।’ স্বভাবতই ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনকি, ফুটবল বিশ্বেও নয়া মেরুকরণ শুরু হবে তাতে। শুধু তাই নয়, ঠান্ডা যুদ্ধের সময়ের মতো ফুটবলেও পশ্চিম এবং পূর্ব ব্লকের একটা দ্বন্দ্বের সূচণাও তাতে ঘটতে পারে। তবে, আপাতত তেমন কোন কিছুর ইঙ্গিত না মিললেও, পুতিনের এই মন্তব্যে যে, ব্ল্যাটার শক্ত একটা রাজনৈতিক ভিত্তি পাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে ব্ল্যাটারকে কোনো ক্যাটাগরিতে নোবেল দেয়া উচিৎ সেটা উল্লেখ করেননি পুতিন। যদিও সেটা, ‘শান্তি’ ছাড়া আর কোনো ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা নেই। পুতিন এমন এক সময়ে এসে ব্ল্যাটার সম্পর্কে এই মন্তব্যটি করলেন, যখন নোবেল পিস সেন্টারের সঙ্গে ফিফার আর কোনো সম্পর্ক নেই। মাত্রই কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে ফিফার সঙ্গে নোবেল পিস সেন্টারের চলা ‘হ্যান্ডশেক ফর পিস’ প্রজেক্ট বাতিল ঘোষণা করেছে নোবেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুনের চার তারিখ ফিফা সভাপতি থেকে ব্ল্যাটার পদত্যাগ করলেও, তার এই পদত্যাগ কার্যকর হবে ২৬ ফেব্রুয়ারি। ওইদিনই অনুষ্ঠিত হবে ফিফার জরুরি কংগ্রেস এবং ওইদিন পর্যন্ত ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ব্ল্যাটার। ফিফাকে নিয়ে বয়ে চলা সাম্প্রতিক ঘটনাবলীর কথাও উল্লেখ করেন পুতিন। সুইস ব্রডকাস্টার আরটিএসকে তিনি বলেন, ‘আমরা সবাই জানি, ব্ল্যাটারকে ঘিরে ফিফায় বর্তমান সময়ে বিতর্কিত কর্মকাণ্ডগুলো প্রবাহিত হচ্ছে। আমি বিস্তারিত কিছুতে এখন যেতে চাই না। তবে মি. ব্লাটারকে জড়িয়ে দুর্নীতির যেসব বিষয় প্রকাশিত হচ্ছে, তার বিন্দু পরিমানও (একটি শব্দও) আমি বিশ্বাস করি না।’ ব্ল্যাটারের নোবেল পাওয়া সম্পর্কে পুতিন বলেন, ‘তিনি এমন একজন মানুষ, যিনি নোবেল পাওয়ার উপযুক্ত। যে ধরনের লোকেরা নোবেল পুরস্কার পেয়ে থাকেন, তাদের চেয়ে কোনো অংশে কম নন তিনি। আমি মনে করি, ফিফার মতো একটা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন কিংবা অলিম্পিকের মতো একটা আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন কৃতিত্বের সঙ্গে পরিচালনা যিনি করতে পেরেছেন, তার অবশ্যই নোবেল পাওয়ার যোগ্যতা রয়েছে।’ -
বাংলাদেশ সময়: ৩:১২:৪৬ ৩৫৫ বার পঠিত