যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে চান বাইডেন!

Home Page » বিশ্ব » যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে চান বাইডেন!
সোমবার, ৩ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছেন। এটা ডেমোক্রেটিক পার্টি ও সম্ভাব্য অপর প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য একটা ধাক্কা বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্রেটিক পার্টির কেউ প্রচারণায় নিশ্চিতভাবে এগিয়ে থাকলে সচরাচর অন্য কেউ আর প্রার্থী হন না। তবে বাইডেন এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনে দাঁড়নোর ঘোষণা দেননি।
নিউ ইয়র্ক টাইমসের খবরে শুক্রবার বলা হয়েছে, তবে হিলারিকে এখনো প্রতিশ্রুতি দেননি এমনসব দাতা ও ডেমোক্রাট নেতৃবৃন্দ অথবা প্রার্থী হিসেবে হিলারিকে নিয়ে উদ্বেগ রয়েছে এমন ব্যক্তিদের সমর্থন পাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন বাইডেনের উপদেষ্টারা।
খবরে বলা হয়েছে, বাইডেন তার বাসভবনে বন্ধুবান্ধব, পরিবার ও দাতাদের সঙ্গে বৈঠক করেছেন।
সাবেক ফার্স্ট লেডি, সাবেক মার্কিন সিনেটর ও সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনকে মাঝেমাঝে ছলচতুর বলে সমালোচনা করা হয়।
রিপাবলিকান পার্টির ১৭ জন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ ও উইসকনসিনের রক্ষণশীল গভর্নর স্কট ওয়াকার রয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির ৫ জন এখন পর্যন্ত প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন-হিলারি ক্লিনটন, ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বের্নি সান্ডার্স, মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’মালি, ভার্জিনিয়ার সাবেক সিনেটর জিম ওয়েব এবং সাবেক সিনেটর ও রোড আইল্যান্ডের গভর্নর লিংকন ক্যাফে।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় ডেমোক্রাট ভোটারদের মধ্যে একটি জনমত জরিপ করেছে। এতে দেখা গেছে, হিলারি ৫৫ শতাংশ ভোট পেয়েছেন। সান্ডার্স ১৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর বাইডেন পেয়েছেন ১৩ শতাংশ ভোট। -

বাংলাদেশ সময়: ৩:০৪:৫২   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ