বিদেশী পাখি কথা বলে বাংলায়

Home Page » বিবিধ » বিদেশী পাখি কথা বলে বাংলায়
শনিবার, ২৫ মে ২০১৩



bird-bang.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পাপুয়া নিউগিনির দুর্লভ ইলেকটার্চ প্যারোট পাখি বাংলা ভাষায় কথা বলতে পারে! লাল-সবুজ ও নীল রঙা বিহারি এই পাখি কয়েক দিনের চেষ্টায় বলতে শিখেছে ‘বাংলাদেশ’ ও ‘জয়-বাংলা’ শব্দ দুটি। এ ছাড়া কোনো অপরিচিত লোককে চিড়িয়াখানার ভেতরে দেখলেই বলে উঠে ‘স্বাগতম’। একইভাবে গেট দিয়ে কোনো লোক বের হওয়ার সময় বলে ওঠে ‘আবার আসবেন’। এভাবে এখন একটু একটু করে শিখছে, আমাদের জাতীয় সংগীত’ আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি’। রাজধানীর ২২/২ হাতিরপুলের ফিকামলি মিনি পাখি চিড়িয়ানার বাসিন্দা এই বিদেশি পাখি একনজর দেখতে সাধারণ দর্শকের সমাগম বাড়ছে।

পাখি চিড়িয়াখানার মালিক ড. আবদুল ওয়াদুদ বলেন, পাপুয়া নিউগিনির এই পাখির এক জোড়া ৮ লাখ টাকায় কেনা হয়েছে। পরে এদেশের আবহাওয়ায় খাপ খাওয়াতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই পাখি সহজেই পোষ মানে বলে সারা বিশ্বে এই এর কদরও অনেক। এ ছাড়া এই পাখি বেশ প্রভু-ভক্ত। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

তিনি জানান, বিদেশি পাখির মুখে বাংলা ভাষা শুনতে চারদিক থেকে লোকজন ছুটে আসেন এখানে। গতকাল দুপুর সাড়ে ১২টায় পাখি চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে, শতাধিক পাখিপ্রেমী দর্শক কথা শোনার জন্য হাজির হয়েছেন। সবাই পাখির মুখের কথা শুনে হতবাক। এক পর্যায়ে খাঁচা থেকে পাখিকে সবার সামনে নিয়ে আসা হয়। সবার সামনে এসেই বলে উঠে- ‘আমার দেশ-বাংলাদেশ’।

বাংলাদেশ সময়: ১৮:০১:৫৫   ২৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ