বৃষ্টির অবসরে থেমে নেই অনুশীলন

Home Page » ক্রিকেট » বৃষ্টির অবসরে থেমে নেই অনুশীলন
শনিবার, ১ আগস্ট ২০১৫



বঙ্গ নিউজ ডটকম ঃদ্বিতীয় দিনে হোটেলই ছাড়া হয়নি। শুয়ে বসে থেকেই দিন পার করতে হয়েছিল। শনিবার তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা জেগে উঠেছিল। তাই একটু দেরিতে হলেও দুই দলই এসেছিল মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কিন্ত মাঠে এসেও অবসর সময় মিলে গেল দুই দলের।
অবশ্য অবসর সময়টুকু বিশ্রামে ব্যয় করেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। দুই দলই অনুশীলন করেছে মিরপুরের মাঠে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফুটবল খেলার ছলে সেরে নিয়েছেন কিছুটা অনুশীলন। ওয়ার্ম আপ করতেও ভুলে যাননি তামিম-মুশফিকরা। বাংলাদেশ প্রাণভোমড়া সাকিব আল হাসান তো বোলিংও করেছেন।
সব মিলিয়ে মাঠে প্রায় ঘন্টাখানেক দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। প্রোটিয়ারাও বসে থাকেনি। তারাও কিছুটা অনুশীলন করে নিয়েছে। অবশ্য অনুশীলন করে আর মাঠে নামা হয়নি। বৃষ্টির বাধায় কিছুক্ষণ মাঠে থাকার পর আবারো হোটেলে ফিরতে হয় দুই দলকে।
ম্যাচের মাঝে হঠাৎ এমন অবসর অবশ্য সচরাচর মেলে না ক্রিকেটারদের। টানা পাঁচ দিন শুধু ম্যাচ নিয়েই ভাবতে হয় সবাইকে। কিন্তু বৃষ্টির হানায় অবসর মিলেই যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের। দ্বিতীয় দিনের দিনের পর তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়ে গেছে। বাকি দুই দিনে খেলা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট শঙ্কা। 

বাংলাদেশ সময়: ১৮:১৮:২১   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ