‘ইবোলার টিকায় শতভাগ সাফল্য’

Home Page » স্বাস্থ্য ও সেবা » ‘ইবোলার টিকায় শতভাগ সাফল্য’
শনিবার, ১ আগস্ট ২০১৫



বঙ্গ নিউজ ডটকম ঃঅবশেষে ইবোলা ভাইরাসকে কাবু করার অস্ত্র হাতে নাগালে!

বিশ্বের চিকিৎসকরা প্রবল আশাবাদী কারণ, ইবোলা ভাইরাস প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগে শতভাগ সাফল্য মিলেছে৷ কমপক্ষে চার হাজার মানুষের শরীরে ইবোলা টিকা প্রয়োগ করে তা পুরোপুরি কার্যকরী হতে দেখা গেছে৷ ভাইরাস নির্মূল করার এই পরীক্ষামূলক প্রয়োগ চলেছিল পশ্চিম আফ্রিকার গিনিতে৷ ভিএসভি-ইবোভ নামে এই প্রতিষেধক তৈরি করেছিল কানাডার পাবলিক হেলথ অ্যাজেন্সি৷

শুক্রবার জেনেভার সদর দফতরে এক সাংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে৷ পরীক্ষামূলক ইবোলা টিকাকরণের ফলাফল ইতোমধ্যে বিজ্ঞান পত্রিকা ল্যান্সেটে প্রকাশিতও হয়েছে৷ হু-র ডিরেক্টর জেনারেল মার্গারেট চ্যান বলেন, ‘এই ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক৷ আফ্রিকার ছোট্ট দেশ গিনির নাগরিকরা এই পরীক্ষামূলক টিকা প্রয়োগে সহযোগিতা করে বিশ্ববাসীকে ইবোলা থেকে মুক্তি দিতে সাহায্য করেছেন৷’ মার্গারেট আরো বলেন, এই পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য মিললেও, আরো ব্যাপক হারে পরীক্ষামূলক অনুসন্ধান চালাতে হবে আগামীদিনে৷ তবেই একটা পুরো অঞ্চল এবং দেশকে ইবোলা ভাইরাস থেকে পুরোপুরি সুরক্ষিত করা সম্ভব হবে৷

পশ্চিম আফ্রিকার এই ছোট্ট দেশে পরীক্ষামূলক টিকাকরণ শুরু হয় চলতি বছরের ২৩ মার্চ৷ এক শ’ জন ইবোলা আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়৷ সেই রোগীদের চারপাশে বসবাসকারী চার হাজারজনকেও টিকা দেয়া হয়৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষায়, এই পদ্ধতিতে প্রতিবেশিদের টিকাকরণকে বলা হয় ‘রিং সিস্টেম’৷ ইবোলা আক্রান্ত ব্যক্তিদের শরীরে ইবোলা সংক্রমণের তিন সন্তাহ পর এই প্রতিবেশি সুস্থ মানুষদের টিকা দেয়া হয়েছিল৷ ২৬ জুলাই এই টিকাকরণ বন্ধ করা হয়৷

 

বাংলাদেশ সময়: ১৮:০৭:২৭   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ