ক্রিকেটারদের হোটেল-জীবন

Home Page » ক্রিকেট » ক্রিকেটারদের হোটেল-জীবন
শুক্রবার, ৩১ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃধেয়ে আসছে ঘূর্ণিঝড় কোমেন- এমন খবর আগেরই। উপকূলীয় অঞ্চলে সাত নম্বর সতর্ক সংকেত। প্রভাব পড়বে সারাদেশেই এমন সতর্কতাও ছিল। শক্তিতে কিছুটা দুর্বল হলেও গতকালই আঘাত হানে কোমেন। প্রভাব বুঝতে দেরি হয়নি। ঢাকাতেও ভোর থেকেই মুষলধারে বৃষ্টি। টিপটিপ করে ঝরেই যাচ্ছে। আর সবার মতো এর শিকার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। একটি বলও না গড়িয়েই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত।

বেরসিক বৃষ্টি দুই দলের ক্রিকেটারদের মাঠেই আসতে দেয়নি। তাই হোটেলে শুয়ে বসেই থাকতে হলো দুই দলের ক্রিকেটারদের। মাঠে আসার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে বসে থাকলেও হোটেল ছাড়া হয়নি কোনো দলেরই। অখন্ড অবসরই মিলেছে দুই দলের। কিন্তু ম্যাচের মাঝখানে কেই-বা চায় এমন অবসর!
প্রথম দিনের খেলা শেষ করে হোটেলে ফেরা। দ্বিতীয় দিনের লড়াইয়ের জন্য সকালেই হোটেল ছাড়তো দুই দল। কিন্তু ভোর থেকেই বৃষ্টির জয়গান। একটুও থামেনি প্রকৃতির কান্না। তাই বাধ্য হয়ে হোটেলেই সময় পার করতে হচ্ছে ক্রিকেটারদের। সকালে মুষলধারে ঝরলেও পরে বৃষ্টির গতি কিছুটা কমে আসে। তখন মনে হচ্ছিল খেলা শুরু হতে পারে।
কিন্তু ক্ষান্ত দেয়নি বৈরি আবহাওয়া। গুনগুন করে গান গেয়ে যাওয়ার মতো টিপটিপ করে ঝরেই যাচ্ছে বৃষ্টি। উপায় না দেখে বেলা ১২টার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির উৎপাতে চট্টগ্রাম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের খেলা হয়নি। কিন্তু ঢাকা টেস্ট ওই পর্যন্তও গড়াতে পারলো না। এরআগেই ক্রিকেটারদের হোটেলবন্দী করে রাখল বৃষ্টি। আর আবাহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে ক্রিকেটারদের এমন হোটেলবন্দী হয়ে থাকার দৃশ্য আবারো দেখতে হতে পারে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৫   ৩৩৮ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ