শেষটা ভালো করতে চায় পাকিস্তান ও শ্রীলংকা

Home Page » ক্রিকেট » শেষটা ভালো করতে চায় পাকিস্তান ও শ্রীলংকা
শুক্রবার, ৩১ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃটেস্টের পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে পাকিস্তান। টুয়েন্টি টুয়েন্টি সিরিজেও জয় দিয়ে যাত্রা শুরু করেছে তারা। আগামীকাল সফর ও সিরিজের শেষ টি-২০ ম্যাচও জিতে লংকা সফরের শেষটা ভালো করতে চাইছে পাকিস্তান। একই লক্ষ্য শ্রীলংকারও। কোন সিরিজ জিততে না পারার দুঃখটা শেষ ম্যাচে ভালো করে ভুলতে চায় স্বাগকিতরা। কলম্বোতে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। 
বড় জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছিলো পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনে শ্রীলংকা। আর তৃতীয় টেস্ট নাটকীয়ভাবে জিতে সিরিজ জিতে নেয় পাকিস্তান। টেস্ট সিরিজ জয়ের সুখ-স্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজে শ্রীলংকার মুখোমুখি হয় পাকিস্তান। সেখানেও তাদের দক্ষতা দেখায় সফরকারীরা। 
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে পাকিস্তান। ওয়ানডে সিরিজেও পাকিস্তানের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মত। চার ম্যাচ শেষেই সিরিজ জয় নিশ্চিত করেছিলো তারা। আর শেষ ওয়ানডে জিতে সান্তনার জয় পায় শ্রীলংকা। কিন্তু তাতেও নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে পারেনি লংকানরা। 
ফলে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে শ্রীলংকা। গতকাল প্রথম টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিং-এ নেমে ৫ উইকেটে ১৭৫ রান করে পাকিস্তান । আহমেদ শেহজাদ, শোয়েব মালিক ও উমর আকমল প্রত্যকে ৪৬ রান করে করেন। ২ উইকেট নিয়ে শ্রীলংকার সেরা বোলার ছিলেন থিসারা পেরেরা। 
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলংকা। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারানো লংকানরা পরবর্তীতে আর ম্যাচেই ফিরতে পারেনি। ফলে ৭ উইকেটে ১৪৬ রানেই থামতে হয় তাদের। তাতে ২৯ রানে ম্যাচ জিতে সিরিজে শুভ সূচনা ঘটে পাকিস্তানের। 
তাই ভালো খেলার ধারাবাহিকতাটা দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচেও অব্যাহত রাখতে চাইছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। তাতে সফরের শেষটা ভালোভাবেই করা যাবে বলে জানান তিনি, ‘প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও একই পারফরমেন্স করতে চাই আমরা। তাতে টি-২০ সিরিজও জয় করা যাবে। সেই সাথে সফরের শেষটাও ভালো হবে। শতভাগ সাফল্য নিয়ে সফর শেষ করতে পারবো।’
আফ্রিদির মত একই চিন্তা শ্রীলংকার অধিনায়ক লাসিথ মালিঙ্গার, ‘টেস্ট ও ওয়ানডে দু’টি সিরিজই আমরা হেরেছি। টি-২০ সিরিজেও পিছিয়ে পড়েছি। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো কিছু নিয়েই মাঠ ছাড়বো বলে আশা করি। যাতে সফরের শেষ সিরিজটি যাতে না হারতে হয় আমাদের। তা করতে পারলে শেষটা ভালোই হবে আমাদের।’ -

বাংলাদেশ সময়: ২০:৩৯:২৮   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ