তিন কন্যার এক ধারাবাহিক

Home Page » বিনোদন » তিন কন্যার এক ধারাবাহিক
শুক্রবার, ৩১ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃশানু, হিরা ও ইশানা তিনজনই মিডিয়াতে কাজ করছেন লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে বিশেষ বিশেষ স্থান অর্জন করে। শানু এই প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে এসেছেন ২০০৫ সালে এবং হিরা ও ইশানা এসেছেন ২০০৯ সালে। শানু ও হিরা কিংবা হিরা ও ইশানা এর আগে আলাদাভাবে ধারাবাহিক নাটকে কাজ করলেও এবারই প্রথম এই তিন লাক্স তারকা এক সাথে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘দশ ফিট বাই দশ ফিট’। নাটকটি নির্মাণ করেছেন সরদার রোকন। তিনি এর আগে প্রায় এক যুগ বরেণ্য অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সহকারী হিসেবে কাজ করেছেন। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি এখন নিজেই নাটক নির্মাণ করছেন। তারই নির্দেশনায় লিটু সাখাওয়াতের রচনায় শানু, হিরা ও ঈশানা এই ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকের গল্প প্রসঙ্গে সরদার রোকন বলেন, ‘একটি পরিবারের অভিভাবক মারা যাওয়ার বেশ কিছু দিন পর উকিল এসে জানায় যে তাদের বাবা-মা যাওয়ার সময় অনেক টাকা এবং সম্পত্তি তাদের জন্য রেখে গেছেন। আর এ কথা জানার পর পরিবারের সবাই চাকরি কিংবা যার যার কাজ ছেড়ে বিত্তশালীরা কিভাবে জীবন যাপন করে, কথা বলে তাতে নিজেদের গড়ে তোলার চেষ্টায় মত্ত হয়ে ওঠে। এগিয়ে যায় নাটকের গল্প।’ লাক্স তারকাভিনেত্রী ঈশানা বলেন, ‘এবারই প্রথম আমি সরদার রোকন ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। যথেষ্ট গুছিয়ে কাজ করেন তিনি। ধারাবাহিকটির গল্প আমাকে খুব টেনেছে বলেই কাজটি করছি।’ শানু বলেন, ‘এর আগে একই পরিচালকের ‘বাজি ও বাজনা’ ধারাবাহিকে কাজ করেছি। এই নাটকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। ঈশানা ও হিরার সাথে প্রথম এক সাথে ধারাবাহিকে কাজ করছি।’ হিরা বলেন, ‘আগের চেয়ে আমি এখন অভিনয়ে নিয়মিত হচ্ছি। যে কারণে নাটকের কাজের সংখ্যা বাড়ছে আমার। শানু ও ঈশানার সাথে একই ধারাবাহিকে কাজ করাটা আমার জন্য অনেক আনন্দের।’ পরিচালক জানান আগামী আগস্টেও মাঝামাঝি সময়ে নাটকটি একুশে টিভিতে প্রচার শুরু হবে। এ দিকে শানু বর্তমানে তার স্বামী ও সন্তানসহ আমেরিকায় আছেন। সেখানে তিনি বেড়াতে গেছেন। অন্য দিকে হিরা বেলাল উদ্দিন শুভর নির্দেশনায় কক্সবাজারে একটি নাটকের শুটিংয়ে গেলেও বৃষ্টির কারণে কাজটি স্থগিত করা হয়েছে। অন্য দিকে এবারের ঈদে ঈশানা এক ডজনেরও বেশি নাটকে অভিনয় করেছেন। - See more at: 

বাংলাদেশ সময়: ২০:৩৬:০০   ৩১৫ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ