মার্কিন সাহিত্যিক ডক্টোরো আর নেই

Home Page » সাহিত্য » মার্কিন সাহিত্যিক ডক্টোরো আর নেই
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃঅ্যাওয়ার্ড জয়ী মার্কিন লেখক ই এল ডক্টোরো মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। নিউইয়র্ক টাইমস একথা জানিয়েছে।

অসাধারণ প্রতিভাবান এই লেখক ‘র‌্যাগটাইম’, ‘বিলি বাথগেট’ ও ‘দ্য মার্চ’ এর মতো ইতিহাস ভিত্তিক উপন্যাসের জন্য সুপরিচিত। নিরীক্ষা ও বর্ণনাধর্মী লেখার জন্য তার সুখ্যাতি রয়েছে।

ডক্টোরোর ছেলে পত্রিকাটিকে জানান, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তার বাবা-মা ইহুদী ছিলেন। তারা আমেরিকায় অভিবাসী হয়েছিলেন।

১৯৬০ এর দশকে ডক্টরোর প্রথম বই প্রকাশিত হয়। নাম ছিল ‘ওয়েলকাম টু হার্ডটাইমস’।

১৯৬৬ সালে প্রকশিত তার কল্পবিজ্ঞান ‘বিগ অ্যাজ লাইফ’ উপন্যাসটি তাকে খ্যাতি এনে দেয়।

১৯৭১ সালে প্রকাশিত ‘বুক অব ড্যানিয়েল’ একটি ইতিহাসসমৃদ্ধ বই।

ওবামা ডক্টোরোর লেখা ‘র‌্যাগটাইম’কে তা প্রিয় উপন্যাস হিসেবে আখ্যায়িত করেছেন।

গত বছর নিউইয়র্কের বাসিন্দা ডক্টোরো লাইব্রেরি অব কংগ্রেস পুরস্কার পান।

 

বাংলাদেশ সময়: ২২:৩৫:৫৮   ২৮৫ বার পঠিত  




সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ