যুক্তরাষ্ট্রের সিনেমা হলে বাংলা ছবি চলবে

Home Page » বিনোদন » যুক্তরাষ্ট্রের সিনেমা হলে বাংলা ছবি চলবে
শনিবার, ২৫ মে ২০১৩



016834081_30300.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সম্প্রতি নিউইয়র্কের একটি সিনেমা হলে পাঁচটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে৷ সেগুলোতে দর্শক উপস্থিতি দেখে ঐ হল কর্তৃপক্ষ সহ অন্য হলের মালিকরা ভবিষ্যতে আরও বাংলা ছবি দেখাতে রাজি হয়েছে৷

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ এর উত্তর অ্যামেরিকা অঞ্চলের প্রধান কর্মকর্তা আশরাফুল আলম খোকন জানিয়েছেন এই তথ্য৷ মূলত তাঁর উদ্যোগেই নিউইয়র্কের হলে বাংলা চলচ্চিত্রের প্রথম উপস্থিতি ঘটেছে৷

ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে খোকন জানান, যুক্তরাষ্ট্রের হলগুলোতে ইংরেজি ছবি ছাড়াও প্রচুর হিন্দি ছবিও দেখানো হয়৷ বাঙালিরা হলে গিয়ে সেগুলো দেখে৷ ‘‘তখন আমি চিন্তা করলাম বাংলাদেশেওতো এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে৷ বাঙালিরা হুমড়ি খেয়ে সেই ছবিগুলোর সিডি, ডিভিডি কিনছে৷ তখন আমার মনে হলো, তাহলে তো সিনেমা হলেও ছবি চলতে পারে৷”

খোকন বলেন, বিষয়টি নিয়ে কয়েকজন হল মালিকের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তারা রাজি হয়নি৷ এভাবে দুই বছর চেষ্টা করার পর একজন হল মালিক বলেন, যদি আগেই হল ভাড়া দিয়ে দেয়া হয় তাহলে তিনি ছবি প্রদর্শন করতে রাজি আছেন৷

এই অবস্থায় ‘রুহানা ফুডস’ এর সহযোগিতায় চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের প্রযোজিত পাঁচটি ছবি নিয়ে ঐ সিনেমা হলে ‘রুহানা-চ্যানেল আই ফিল্ম ফেস্টিভ্যাল’ নামের একটি উৎসবের আয়োজন করে৷ ছবিগুলো হচ্ছে ঘেটুপুত্র কমলা, মনের মানুষ, গেরিলা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ও লালটিপ৷

তিনব্যাপী এই উৎসবে বাঙালি দর্শকের উপস্থিতি দেখে হল কর্তৃপক্ষ ভবিষ্যতে বাংলা ছবি মুক্তি দিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান খোকন৷ তবে শর্ত একটাই, ছবিগুলো নতুন হতে হবে৷ আগে থেকে সিডি বা ডিভিডি থাকলে হবে না৷

খোকন বলেন শুধু একটি হল কর্তৃপক্ষই নয়, অবস্থা পর্যবেক্ষণ করে পাশের আরেকটি হলও বাংলা ছবির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে৷ এই সফলতার পেছনে বাঙালি দর্শকদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতাভরে স্মরণ করেন তিনি৷

খোকন বলছেন, চ্যানেল আইয়ের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে৷ তারা তাদের আগামী ছবিটি একইসঙ্গে ঢাকা ও যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫২   ১৫৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ