ইয়েমেনে ভেঙে গেছে যুদ্ধ বিরতি

Home Page » বিশ্ব » ইয়েমেনে ভেঙে গেছে যুদ্ধ বিরতি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫



হাউছি নেতা আবদুল মালিক আল হাউছিবঙ্গনিউজ ডটকমঃইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙ্গে গেছে। শিয়া হাউছি বিদ্রোহিরা গতকাল এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে নতুন করে হামলা চালিয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট ইয়েমেন যুদ্ধে ‘মানবিক কারণে’ পাঁচ দিনের বিরতি ঘোষণা করলেও প্রথম দিনেই তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে হাউছি বিদ্রোহীরা।
রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর হওয়া চুক্তি লঙ্ঘন করে সোমবার (২৭ জুলাই) ভোরে দেশের দণিাঞ্চলের তায়েজ প্রদেশে এ হামলা চালানো হয়।
প্রত্যদর্শীরা জানান, বিদ্রোহীরা প্রদেশের জেবেল সবরের আবাসিক এলাকা ল্য করে মর্টারের গোলা নিপে করে। এতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। তবে হামলায় য়তি বা প্রাণহানির খবর তৎণাৎ জানা যায়নি।
ওই আবাসিক এলাকা সরকারি বাহিনী সংশ্লিষ্ট ভেবে বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলেও জানানো হচ্ছে।
মানবিক কারণে অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে খাদ্যসহায়তা পৌঁছানোর সুযোগ দিতে উপসাগরীয় আরব জোট রোববার থেকে বিরতি ঘোষণা করলেও তা লঙ্ঘনে কোনো ধরনের চেষ্টা করলে মোম জবাব দেয়া হবে বলে জানিয়ে দেয়। এ বিষয়ে হাউছিদের ‘বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটি’র স্বঘোষিত প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আল-হাউছি বলেন, বিরতির বিষয়ে আমাদের সাথে জাতিসঙ্ঘ কোনো আলোচনা করেনি।
এ কারণে বিরতির বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্যও করেননি হাউছি বিদ্রোহীদের এ প্রধান নেতা।
আরব জোটে বিরতি ঘোষণার খবরে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন উভয়পকে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
শিয়াপন্থী হাউছি বিদ্রোহীদের উত্থানে রিয়াদে নির্বাসিত প্রেসিডেন্ট আবদু-রাব্বিহ মনসুর হাদীকে আবার মতায় বসাতে এবং বিদ্রোহ দমনে গত মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে উপসাগরীয় আরব জোট। এ সঙ্ঘাতে ইরান হাউছিদের সার্বিক সহযোগিতা করে আসছে বলে সৌদি আরব ও পশ্চিমাদের অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিভিন্ন মিলিশিয়া গ্রুপের সহযোগিতায় ইয়েমেন সরকারের পে লড়াইরত উপসাগরীয় আরব জোট হাউছি বিদ্রোহীদের তাদের সর্বশেষ ঘাঁটি বন্দরনগরী এডেন থেকে হটিয়ে দিয়েছে। এতে ইয়েমেন যুদ্ধ এখন নির্বাসিত প্রেসিডেন্ট হাদি ও তার জন্য লড়াইরত জোটের পে ঝুঁকে পড়েছে। - 

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৫   ৩১৬ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ