ডিজনিল্যান্ডের ৬০ বছর

Home Page » বিনোদন » ডিজনিল্যান্ডের ৬০ বছর
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃওয়াল্ট ডিজনির স্বপ্ন ছিল পৃথিবীর সবচেয়ে আনন্দের স্থান গড়ে তোলা৷ যেমন ভাবা, তেমন কাজ৷ ১৯৫৫ সালে তিনি একটি অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলেন৷ ৬০ বছর পরেও লাখ লাখ মানুষ বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই বিনোদন কেন্দ্র দেখতে আসে৷

আমার নাম খরগোশ, আমি কিছুই জানি না?
আসলে উল্টোটাই ঠিক৷ অ্যানিমেশন জগতের জাদুকর ওয়াল্ট ডিজনি (১৯০১-১৯৬৬) গত শতাব্দীর পঞ্চাশের দশকেই মানুষের মনোরঞ্জনের চাবিকাঠি খুঁজে পেয়েছিলেন৷ রূপকথার চরিত্রদের হাত ধরে কল্পনার জগতে ডুব দেয়ার অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছিলেন তিনি – যেমন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গল্পের খরগোশের সাথে৷

চাষের ক্ষেত থেকে স্বপ্নের জগত
লস অ্যাঞ্জেলেস শহরের কাছে ৩৫ হেক্টর চাষের জমিতে মিকি মাউসের স্রষ্টা এক স্বপ্নলোক গড়ে তোলেন৷ তারপর গোটা বিশ্বে তার আদলে আরো ১৩টি ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলা হয়৷

১৯৫৫ সালের ১৭ই জুন উদ্বোধন
সেই রোববার আবালবৃদ্ধবনিতা কেল্লার মধ্য দিয়ে এক অজানা, অচেনা জগতে প্রবেশ করে…

৬০ বছর পর
আজও প্রতি বছর প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ আকর্ষণ করে ডিজনিল্যান্ড৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্কগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই আকর্ষণ৷ প্রতিদ্বন্দ্বিরাও একই পরিবারের – ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড (১ কোটি ৯০ লক্ষ দর্শক) এবং জাপানের টোকিও শহরের ডিজনিল্যান্ড (১ কোটি ৭০ লক্ষ দর্শক)৷

একবারে সাধ মেটে না
কেউ কেউ বার বার ফিরে আসে৷ যেমন ক্যালিফোর্নিয়ারই বাসিন্দা ডুগ মার্শ৷ ১৯৯০ সাল থেকে তিনি ২,০০০ বার ডিজনিল্যান্ডে ঢুঁ মেরেছেন৷ আগে তো প্রতি দিনই যেতেন৷ এখন ৫৭ বছর বয়সে প্রতি দুই সপ্তাহ অন্তর সেদিকে ছোটেন৷

মায়াবী জগতের বিপণন
শুধু ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ৫০০-রও বেশি নতুন সুভেনির উৎপাদন করা হয়েছে৷ প্রায় ২৩ ইউরো দামের আলো বসানো মিনি মাউসের কান থেকে শুরু করে ক্রিস্টাল দিয়ে তৈরি ডিজনিল্যান্ডের কেল্লার ক্ষুদ্র সংস্করণ – যার দাম প্রায় ৩৪,০০০ ইউরো৷ সে তুলনায় প্রবেশ মূল্য কী আর বেশি! সারাদিনের টিকিটের দাম ১০০ ইউরো৷

মজা আর টানটান উত্তেজনা ভাঙিয়ে কোটি কোটি টাকা
অ্যামিউজমেন্ট পার্ক চালায় ওয়াল্ট ডিজনি কোম্পানি৷ ধীরে ধীরে সেটি বিশাল রূপ নিয়েছে৷ গত বছর লেনদেনের মাত্রা ছিল চার কোটি ৮০ লাখ ডলার৷ পার্ক ছাড়াও কোম্পানি টেলিভিশনে ডিজনি চ্যানেল চালায়৷ এছাড়া ডিজনিরই পিক্সার অ্যানিমেশন স্টুডিও চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে বড় নাম৷

বাংলাদেশ সময়: ২২:১৩:১০   ৩৪৪ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ