রাজন চোর ছিল না: জবানবন্দিতে আয়াজ

Home Page » প্রথমপাতা » রাজন চোর ছিল না: জবানবন্দিতে আয়াজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫



 জবানবন্দি শেষে আসামি আয়াজ আলীকে (মধ্যে সাদা শার্ট পরা) আজ মঙ্গলবার জেলহাজতে নিয়ে যায় পুলিশবঙ্গনিউজ ডটকমঃসিলেট শহরতলীর কুমারগাঁও এলাকায় শিশু শেখ মোঃ সামিউল আলম রাজন (১৩) হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আয়াজ আলী মঙ্গলবার আদালতে বলেছে, রাজন চোর ছিল না। অন্য শিশুদের সাথে ভ্যান গাড়ী নিয়ে সে খেলা করছিল। গ্যারেজের চৌকিদার ময়না মিয়া রাজনকে ধরে চোর সাজিয়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারধর করে। ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার সিলেটের মেট্রোপলিটন (আমলী-১) এর বিচারক মোঃ সাহেদুল করিমের আদালতে দীর্ঘ এক ঘন্টা জবানবন্দি দেয় আয়াজ আলী।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, আদালতে আয়াজ জানিয়েছে, সিলেট নগরীর কুমারগাঁওয়ে যেখানে রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়, সেখানে একটি গ্যারেজ রয়েছে। এই গ্যারেজে রাখা ভ্যান গাড়ী নিয়ে আরো কয়েকটি শিশুর সাথে খেলা করছিল রাজন। রাজন চোর ছিল না। গ্যারেজের চৌকিদার ময়নাই রাজনকে ধরে চোর সাজায়। সে রাজনকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাঁধে। এসময় আয়াজ ‘খেলার ছলে’ রাজনকে বাঁধতে সাহায্য করে বলে আদালতে জবানবন্দিতে উল্লেখ করেছে। আদালতে আয়াজ আরো জানিয়েছে, সে নিজে রাজনকে মারধর করেনি, মারধর করেছে ময়না, কামরুলসহ অন্যরা ।
গত শনিবার ভোরে সিলেট সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়া এলাকা থেকে আয়াজকে গ্রেফতার করা হয়। আয়াজ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার জাহাঙ্গীরগাঁও এলাকার মোস্তফা আলীর ছেলে। তিনি সিলেট শেখপাড়ায় বসবাস করতেন।
এদিকে, এ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা অপর আসামি বাদলকে আদালতে হাজির করা হলে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই আদালতের বিচারক সাহেদুল করিম। গত বুধবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা। বাদল শেখপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে। রাজন খুনের মামলার চার আসামির মধ্যে মুহিতসহ অন্যদের জনগণই ধরে পুলিশে দেয়। পুলিশের সহায়তায় সৌদি আরবে পালিয়ে যাওয়া আসামি কামরুলকেও প্রবাসীদের সহায়তায় দূতাবাস কর্মকর্তারা আটক করেন। 
রাজন হত্যা মামলায় এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীসহ ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তন্মধ্যে ৮ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া, রাজন হত্যাকান্ডের পর খুনিদের বাঁচানোর চেষ্টাসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে জালালাবাদ থানার ওসি (তদন্ত) ও দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। নিহত সামিউল আলম রাজনের বাড়ি সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গ্রামে। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন সবজি বিক্রি করত। রাজনের পিতা শেখ আজিজুর রহমান পেশায় একজন প্রাইভেট কার চালক। তার দুই ছেলের মধ্যে রাজন বড়।

রাজনের গ্রামে শিশু-কিশোরদের মানববন্ধন
শিশু সামিউল আলম রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজনের বাড়ির সামনে এ মানবন্ধনে উপজেলার প্রায় অর্ধশতাধিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে দুপুর ১২টায় নিহত রাজনের বাড়ির উঠোনে শিশু-কিশোররা সমাবেশের আয়োজন করে। বেলা আড়াইটার দিকে সমাবেশটি শেষ হয়।
রাজনের বাড়িতে সামনে অনন্তপুর-মাসুকগঞ্জ সড়কে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধনে বাদেআলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল, অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজ, হাতিম চৌধুরী মাদ্রাসা, মেদীনি মহল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা একাডেমি, বাছিতপুর-সুজাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাইছিম একাডেমি, শাহ সুদারাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, গার্ন ফ্রায়ার একাডেমি, ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ হাশিম একাডেমি, হাজী রশিদ আলী হাই স্কুল, ওদুদ আক্তার কিল্ডার গার্ডেন, ছানোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনাতাবাদ প্রাথমিক বিদ্যালয়, সদরখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজী আব্দুস ছত্তার হাই স্কুল, হাজী আব্দুস ছাত্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মডার্ন একাডেমি, তিলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্দিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, যোগীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলকট সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ক্যামব্র¬ীজ ইন্টারন্যাশনাল স্কুল, নাজিরের গাঁও প্রাথমিক বিদ্যালয়, গুপ্তর গাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা, আব্দুল গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল থেকে ব্যানার নিয়ে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দিয়ে রাজনের বাড়ির সামনে উপস্থিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্দন শেষে রাজনের বাড়ি প্রাঙ্গনে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন শিশু ইসমাইল খান আব্দুল্লাহ্ল।

গণদাবী ফোরামের স্মারকলিপি
শিশু রাজনের হত্যাকারীদের দ্রত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করে এ দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, ইয়াওর বক্ত চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, আছমা বেগম, শামীম হাসান চৌধুরী এডভোকেট, প্রাক্তন চেয়ারম্যান জমির উদ্দিন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মাসুদুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৮:০৭   ৩৫১ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ