আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা

Home Page » ক্রিকেট » আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা
সোমবার, ২৭ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ওয়ানডে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচসেরা টেস্ট অভিষেকেও। ক্রিকেটের দুই সংস্করণেই শুরুর লগ্নটাকে স্মরণীয় করে মুস্তাফিজুর রহমান ঢুকে গেছেন ইতিহাসে। টেস্ট ও ওয়ানডে দুই ক্রিকেটেই অভিষেকে ম্যাচসেরার একমাত্র কীর্তি বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের দুটিতেই অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা খেলোয়াড় আছেন আর মাত্র একজন। তিনিও বাংলাদেশের—ইলিয়াস সানি। এই বাঁহাতি স্পিনার অবশ্য ম্যাচসেরা তাঁর অভিষেক টেস্ট ও টি-টোয়েন্টিতে। এক দিনের ক্রিকেটের শুরু ১৯৭১ সালের ৫ জানুয়ারি। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচের প্রচলনও ওই দিন থেকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার কাছে দল হারলেও ৮২ রান করে ম্যাচসেরা ইংলিশ ওপেনার জন এডরিচ। টেস্ট ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচের প্রবর্তন আরও চার বছর পরে। ১৯৭৫ সালে ব্রিসবেন টেস্টে জোড়া সেঞ্চুরি করে টেস্টের প্রথম ম্যান অব দ্য ম্যাচ অস্ট্রেলিয়ার অধিনায়ক গ্রেগ চ্যাপেল। টেস্টে অবশ্য নিয়মিত ম্যাচসেরা পুরস্কার দেওয়ার শুরু ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকে। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সূচনা ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৯৭১ থেকে এ পর্যন্ত ৯৪৭ জন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরাদের নিয়েই এই আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৫   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ