নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগ

Home Page » আজকের সকল পত্রিকা » নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগ
রবিবার, ২৬ জুলাই ২০১৫



chatroleeg1-300x300.jpgবঙ্গনিউজ ডটকমঃ দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্ব কাদের হাতে থাকবে, তা ঠিক করতে ভোট দিচ্ছেন কাউন্সিলররা।রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটির ২৮তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্বচ্ছ ব্যালট বাক্সে এই ভোটগ্রহণ শুরু হয়।

এই ভোটাভুটি চলছে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে। বেলা সাড়ে ১১টায় প্রথমে রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কাউন্সিলরা ভোট দেন।

ছাত্রলীগের হাল ধরতে সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতা নির্বাচন করছেন ছাত্রলীগের ১১০টি ইউনিটের প্রায় তিন হাজার কাউন্সিলর।

শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে। কেউ ঠিক করে দেবে না।… ছাত্রলীগের যারা কাউন্সিলর, তারা যাকে চাইবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।”

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের ‘সিন্ডিকেটের’ ‘আশীর্বাদ’ ছাড়া এই সংগঠনের পদ পাওয়া সম্ভব নয় বলে অভিযোগ করে আসছিলেন পদপ্রত্যাশীদের অনেকে। শনিবার দুপুরের পরেও সাবেক নেতাদের তৎপর থাকতে দেখা যায়।

ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা বিকাল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। কাকে কাকে নেতৃত্বে আনা যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

রোববার সকাল ১০টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসেন বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল।

শুরুতে সভাপতি পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও ভোট শুরুর আগ পর্যন্ত ৫২ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। আর সধারণ সম্পাদক পদের ১৪৯ প্রার্থীদের মধ্যে ১২১ জনই মনোনয়ন প্রত্যাহার করেন।

সকালের বৈঠকের সময় সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ইকবালুর রহিম, ইসহাক আলী খান পান্না, নজরুল ইসলাম খান বাবু, মাহফুজুল হায়দার রোটন, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩৩   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ