বলিউড নায়িকাদের প্রথম প্রেমিক যারা

Home Page » বিনোদন » বলিউড নায়িকাদের প্রথম প্রেমিক যারা
রবিবার, ২৬ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ বলিউড জগতে প্রেম যেন ঠুনকো কাঁচ। ‘প্রেম অমর, অক্ষয়’-এই কথাটি বা নীতি যেন ওই জগতের কেউ মেনে নিতে পারে না। তারকা বনে যাওয়া জীবনে প্রেমের ‘গণেশ পাল্টে’ দেয়ার কাহিনী তো আর কম ঘটেনি। এবার চলুন দেখে নেয়া যাওয়া যাক এমনই কিছু কাহিনী।


১. প্রিয়াঙ্কা চোপড়া: প্রিয়াঙ্কার প্রথম প্রেম নিয়ে কথার শেষ নেই। বলিউড পাড়ায় কান পাতলে যতটুকু শোনা যায়, তাতে হারমান বাইজার নামই বাতাসে বেশি ভাসে। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুজন দাপিয়ে বেড়ান রঙিন দুনিয়ার অলিগলি। কিন্তু থিতু হতে পারেননি। কিছুদিন বাদে হালকা কোনো এক বাতাসে উবে যায় তাদের ‘ভারী’ প্রেম!


২. দীপিকা পাড়ুকান: বলিউডে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে আলোতে আসেন সেই সময়ের দীপিকা। নীহার পাণ্ডে ছিল তার প্রথম বয়ফ্রেন্ডের। মুম্বাইয়ের একটি অভিনয় শেখার স্কুলে তাদের পরিচয় হয়। সেটা ২০০৫ সালের কথা। এরপর শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করে বেচারা নীহারকে বেমালুম ভুলে যান দীপিকা।


২. সুস্মিতা সেন: এই নায়িকা বলা হয় হার্টথ্রুব ব্যাচেলর। বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে তার চেনা জগতটা পাল্টে যেতে শুরু করে। তার আগে এই সুন্দরীর তিন বছরের দীর্ঘ এক প্রেম ছিল রনদীপ হুদা নামের এক যুবকের সঙ্গে।


৩. কঙ্গনা রনৌত: অধ্যয়ন সুমন নামের এক অখ্যাত যুবকের সঙ্গে এক সময় সম্পর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা। তবে এটি তার প্রথম প্রেম কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ আছে। রাজ-২ ছবি করার সময় সুমনের সঙ্গে প্রেম হয় কঙ্গনার। জনশ্রুতি আছে, এর আগে আদিত্য পানচৌলির সঙ্গে নাকি তার একটা দফারফা হয়েছিল।

 

বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৮   ৭৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ