ব্রিটেনে কোরানের ‘প্রাচীনতম’ পান্ডুলিপি পাওয়া গেছে !

Home Page » এক্সক্লুসিভ » ব্রিটেনে কোরানের ‘প্রাচীনতম’ পান্ডুলিপি পাওয়া গেছে !
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০১৫



150721174634_koran_old_640x360_bbc_nocredit.jpgবঙ্গ-নিউজঃবার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা থেকে বিশ্বের এ যাবতকালের সবচেয়ে পুরনো কোরানের পৃষ্ঠা উদ্ধারব্রিটেনে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে সংরক্ষিত বহু প্রাচীন একটি নথি পরীক্ষা করে গবেষকরা বলছেন এটি হয়ত পবিত্র কোরানের সবচেয়ে পুরনো পান্ডুলিপির অংশ।

এই নথির বয়স নির্ধারণ করতে তারা রেডিও কার্বন প্রযুক্তি ব্যবহার করেছেন এবং বলছেন এই নথি অন্তত ১৩৭০ বছরের পুরনো।

এই আবিষ্কারে গবেষকরা একইসাথে বিস্মিত ও উচ্ছ্বসিত।

তারা বলছেন যিনি এই পান্ডুলিপি রচনা করেছিলেন তিনি সম্ভবত নবী মোহাম্মদের সাক্ষাৎ পেয়েছিলেন অথবা মুখোমুখি তাঁর বাণী শুনেছিলেন।

কোরানের এই পৃষ্ঠাগুলো বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে প্রায় অবহেলিত পড়েছিল প্রায় একশ বছর।
এই পান্ডুলিপির লেখা এখনও পরিষ্কার পড়া সম্ভব

১৯২০এর দশকে আলফন্‌সে মিংগানা নামে একজন ইরাকি বংশোদ্ভুত ঐতিহাসিক মধ্যপ্রাচ্যের বহু প্রাচীন হাজার হাজার পুঁথিপুস্তক ও নথি সংগ্রহ করেছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য। তার মধ্যে এই পৃষ্ঠাগুলো যে পবিত্র কোরানের অংশ তা তিনি বুঝতে পারেন নি।

ব্রিটিশ লাইব্রেরির এধরনের নর্থি বিষয়ক বিশেষজ্ঞ ডঃ মুহাম্মদ ইসা ওয়েলি বলেছেন এই আবিষ্কার ”দারুণ উত্তেজনাময়” এবং মুসলমানদের জন্য ”ভীষণ খুশির” খবর।

শত বছর ধরে পড়ে থাকা এই নথিটি নজরে আসে একজন পিএইচডি গবেষকের এবং তিনি এর বয়স নির্ধারণ করার জন্য রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন অ্যাক্সিলেরেটর ইউনিটে এই পরীক্ষা চালানো হয় এবং দেখা যায় ভেড়া বা ছাগলের চামড়ার ওপর লেখা এই পান্ডুলিপি এ যাবৎ বিশ্বে কোরানের সবচেয়ে পুরনো পান্ডুলিপি যা এখনও টিঁকে আছে।
অধ্যাপক টমাস বলেছেন পান্ডুলিপির রচয়িতা সম্ভবত নবীর মুখ থেকে সরাসরি কোরানের বাণী শুনে থাকবেন

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সংগ্রহশালার পরিচালক সুজান ওয়ারাল বলেছেন ”গবেষকরা স্বপ্নেও ভাবেন নি তারা কী আবিষ্কার করতে যাচ্ছেন।”

কার্বন ডেটিং পরীক্ষা বলছে যে চামড়ার ওপর এই পান্ডুলিপি লেখা হয়েছে তা ৫৬৮ থেকে ৬৪৫ সালের মধ্যে লেখা হয়েছিল এবং এই ফলাফলের নিশ্চয়তা শতকরা ৯৫ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ও ইসলাম ধর্ম বিষয়ক অধ্যাপক ডেভিড টমাস বলেছেন এর অর্থ হল এই পান্ডুলিপি রচিত হয়েছিল ইসলাম ধর্ম প্রবর্তনের কয়েক বছরের মধ্যেই।

তিনি আরো বলেছেন এই পান্ডুলিপির রচয়িতা হয় নবী মোহাম্মদের সাক্ষাৎ সংস্পর্শে এসেছিলেন নয়ত সরাসরি তাঁর মুখ থেকে বাণী শুনেছিলেন এমন সম্ভাবনা খুবই প্রবল।

বাংলাদেশ সময়: ৪:৫৭:৪৫   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ