বাবার হাতে ঘুমন্ত দুই শিশু খুন

Home Page » জাতীয় » বাবার হাতে ঘুমন্ত দুই শিশু খুন
মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫



image_133004_0.jpgবঙ্গ-নিউজ ডটকম: কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে ঘুমিয়ে থাকা তার দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গায়নিকাটা গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ওই সন্তানের বাবা মোহাম্মদ কাশেমকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, “মোহাম্মদ কাশেম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ফেরেন তিনি।

এ সময় স্ত্রী সায়েরা খাতুনের (৩৫) সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনটি ছাগলকে কুপিয়ে মেরে ফেলেন মোহাম্মদ কাশেম। এ সময় তার বড় ছেলে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালান। পালিয়ে রক্ষা পায় তার বড় ছেলে।

এরপরই কাশেম ঘুমিয়ে থাকা তার মেজ ছেলে মোহাম্মদ জামাল (৮) ও মেয়ে তানজিনা আকতারকে (৩) ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করে। এ সময় তার স্ত্রী এগিয়ে এলে তাকেও কামড়িয়ে গুরুতর জখম করেন স্বামী।”

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, “মোহাম্মদ কাশেম মিয়ানমারের নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। মানসিক ভারসাম্যহীন কাশেম মদ পান করে বেপরোয়া হয়ে ওঠেন।

তিনি জানান, মোহাম্মদ কাশেমকে আটক করে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন।”

দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:২২   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ