জনতাই ধরিয়ে দিল আসামিদের

Home Page » আজকের সকল পত্রিকা » জনতাই ধরিয়ে দিল আসামিদের
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০১৫



03a4e860b00584271aa49ade92c67c9e-61.pngবঙ্গ নিউজ ডটকম ঃসিলেটের শিশু সামিউল আলম (রাজন) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরপাকড়ে জনতাই নেতৃত্ব দিচ্ছে। অভিযুক্ত প্রধান আসামিসহ চারজনকেই পুলিশে ধরিয়ে দেওয়ায় মূল ভূমিকা রেখেছে সাধারণ মানুষ। এতে অবদান আছে দুই অভিযুক্তের মায়েরও।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গতকাল বুধবার দুলাল আহমদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে। নতুন একটি ভিডিও চিত্রে সামিউলকে ২১ সেকেন্ডে ১২টি চড় মারার দৃশ্য দেখা গেছে।
সামিউল হত্যায় অন্যতম অভিযুক্ত কামরুল ইসলাম সৌদি আরবে পুলিশ হেফাজতে আছে। তাকে জেদ্দার স্থানীয় বাংলাদেশিরা আটক করে পুলিশে দেন। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ জুলাই সামিউলকে হত্যার পর লাশ গুম করার চেষ্টার সময় জনতা প্রধান আসামি মুহিত আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নির্যাতনকারীদের অন্যতম চৌকিদার ময়না মিয়াকেও জনতা পুলিশে দেয়। ময়নার মা ছমিরুননেছা ছেলের অবস্থান সম্পর্কে স্থানীয় টুকেরবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল হোসেনকে জানালে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। এনামুল হোসেন জানান, ময়নাকে মূলত তাঁর মা-ই ধরিয়ে দিয়েছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, গতকাল বেলা আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রাম থেকে দুলালকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। দুলালের মা রাজিবুন খাতুনের প্রচেষ্টায় এ গ্রেপ্তার সম্ভব হয়েছে বলে তিনি জানান। মামলার প্রায় সব আসামিকে এলাকাবাসীর প্রচেষ্টায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সামিউল হত্যার পর থেকে পলাতক ছিলেন দুলাল। গত মঙ্গলবার রাত একটায় তিনি নগরের কানিশাইল এলাকায় তাঁর বোনের বাড়িতে আত্মগোপন করেন। এটি জানতে পেরে মা রাজিবুন তাঁর ছেলেকে গতকাল দুপুরে শেখপাড়া এলাকার বাসায় নিয়ে আসেন। এরপর আড়াইটার দিকে এলাকাবাসীসহ তিনি ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। এ সময় রাজিবুন সাংবাদিকদের বলেন, ‘আমার পোয়া (ছেলে) যদি দুষি হয়ে থাকে, আপনার ফাঁসি দিলাউক্কা। আমার কুনু দুঃখ নাই। ওউ মায়ের (সামিউলের মা) বুক খালি হইছে, ছোট একটা ছেলে মরছে, এতে আমার দুঃখ লাগতাছে। আমার বাচ্চাও আমি কুরবানি দিলাম।’

বাংলাদেশ সময়: ১৩:৪০:০১   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ