‘ঈদে নিজেদের লোকদের চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার’

Home Page » জাতীয় » ‘ঈদে নিজেদের লোকদের চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার’
বুধবার, ১৫ জুলাই ২০১৫



image_132649_0.jpg বঙ্গ-নিউজ ডটকম: বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই চাঁদাবাজির দৌরাত্ম বাড়ে। কিন্তু এ বছর তা কয়েকগুন বেড়েছে। সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কারণ চাঁদাবাজির সঙ্গে শাসকদলের লোক ও আইনশৃঙ্খলা বাহিনী জড়িত।” এ বিষয়ে আগেই সরকারের সতর্ক হওয়া উচিত ছিল বলেও মনে করেন বিএনপির এ শীর্ষনেতা।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জনগণের যাত্রা নির্বিঘ্ন এবং ঈদে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান রিপন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়ের ঘটনাকে বর্তমান ‘সংঘাতময়’ রাজনীতিতে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন তিনি।দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিদ্বেষপূর্ণ রাজনীতি থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান রিপন। তিনি বলেন, “পুরোনো ঐতিহ্য অনুযায়ী ঈদের পর রাজনৈতিক দলগুলো যেন বিবাদ ও কথার বাক্যবানে পরিবেশ নষ্ট না করে। তাহলে শুভেচ্ছা বিনিময়ের এই বিষয়টি লোক দেখানো হয়ে যাবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিপন বলেন, “ভারপ্রাপ্ত মহাসচিবের শারীরিক অবস্থা ভালো নেই। চিকিৎসার জন্য আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন। তিনি বিদেশে চিকিৎসা নিতে যাবেন। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়। তার পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কবে কোন দেশে চিকিৎসা নিতে যাবেন।”

তিনি বলেন, “বিএনপির শীর্ষ নেতাসহ অনেক নেতাকর্মী কারাগারে আছেন। সরকারের মন্ত্রী এমপিরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করবেন। তাই সরকার মানবিক দিক দিয়ে বিবেচনা করে ঈদের আগে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিবেন। যাতে করে তারা মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে আনন্দে ঈদ পালন করতে পারেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্য দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫০   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ