রেকর্ডে তামিমের নাম

Home Page » ক্রিকেট » রেকর্ডে তামিমের নাম
রবিবার, ১২ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ  শুক্রবারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল। এতে করেই নতুন এক রেকর্ডে উঠেছে তার নাম। এ রেকর্ড অবশ্য কৃতিত্ব বা গৌরবের নয়, কেলেঙ্কারির! তামিম এখন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকায় উঠে এসেছেন ৩ নম্বরে!
 
টি২০ সিরিজে ভরাডুবির পর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিলো টাইগারদের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে রাবাদা-মরিসদের তোপের মুখে সোজা হয়ে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা। দলীয় সংগ্রহ যখন মাত্র ১৭- গতকালই ওয়ানডেতে অভিষিক্ত রাবাদার পরপর তিন স্পিনঘূর্তিতে সাজঘরে ফেরেন তামিম, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারের তিন প্রাণভোমরা রানের খাতা খোলার আগেই আউট হয়ে যাওয়ার মধ্য দিয়ে ম্যাচের ফলও অবশ্য নির্ধারিত হয়ে গিয়েছিল ওই সময়েই!
 
শূন্য রানে আউট হওয়ার জন্য লিটন ও মাহমুদুল্লাহ একটি করেই বল খরচ করেছেন, কিন্তু তামিম রান ছাড়া সাজঘরে ফেরার আগে খেলেন ১৩টি বল। এ নিয়েও হয়েছে বিস্তর বিতর্ক।
 
যদিও শূন্য রানে আউট হওয়ার ঘটনা তামিমের জীবনে এবারই প্রথম নয়। গতকালের আগে আরো ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের পক্ষে ১৪৮টি ম্যাচ খেলা এই ব্যাটসম্যান। এ ব্যাপারে তামিমের তার আগের অবস্থান মোহাম্মদ রফিকের। জাতীয় দলের সাবেক এই স্পিনারও ১৫ বারই আউট হয়েছেন শূন্য রানে, তিনি ম্যাচ খেলেছেন ১২৫টি। তবে ‘গোল্লা মারা’ তালিকার শীর্ষ অবস্থানটি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। ১৯৯৫-২০০৭ মৌসুম পর্যন্ত ১১১টি ওয়ানডে খেলে তিনি শূন্য রানে সাজঘরে ফিরেছেন ১৮ বার।
 
শূন্য রানে আউট হওয়াদের বিশ্বতালিকার শীর্ষস্থানটি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনৎ জয়সুরিয়ার। ৪৪৫ ম্যাচ খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৩৪ বার আউট হন রান না করেই।
 
অন্যদিকে সবচেয়ে কমবার শূন্য রানে আউট হওয়া বাংলাদেশি ক্রিকেটার ইমরুল কায়েস। ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলা এই ব্যাটসম্যান মাত্র একবার শূন্য রানে আউট হয়েছেন। এরপরেই আছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। ৫৯ ম্যাচ খেলে তিনি রান না করে সাজঘরে ফিরেছেন ২ বার।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৪২   ২৫৩ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ