ধাওয়া খেয়ে পালালো বিএসএফ

Home Page » জাতীয় » ধাওয়া খেয়ে পালালো বিএসএফ
রবিবার, ১২ জুলাই ২০১৫



1436511489BSF Mtnews24 300x200 সীমান্তে জনতার ধাওয়া খেয়ে পালালো বিএসএফবঙ্গনিউজ ডটকমঃএবার সীমান্তে জনতার ধাওয়া খেয়ে পালালো ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে স্থানীয়দের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হামলা চালানোর পর প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে বিএসএফকে ভারতে পাঠিয়েছে।

শুক্রবার ভোরে সীমান্তের প্রধান পিলার ১৩-এর সাবপিলার ৩-এর আওতায় রিভার পিলার ১১-এর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাখালরা কয়েকটি ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে এসেছে—এমন খবর পেয়ে সেগুলো ফিরিয়ে নিতে বিএসএফ বাংলাদেশ অংশে ঢুকে যায়। বাংলাদেশে ঢুকে তারা অতর্কিতভাবে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এর ফলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, ভোরে বিএসএফের হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য স্পিডবোট ও নৌকা নিয়ে সোনাই নদীর বাংলাদেশ সীমান্তে আসে। এ সময় তাদের মধ্যে দুজন অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে কোনো কারণ ছাড়াই গ্রামবাসীকে তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে ধস্তাধস্তি বেধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে বিজিবি এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।

আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশি নৌকা ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, মাদরা সীমান্তে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি ও বিএসএফের ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার পতাকা বৈঠকে মিলিত হন।

বৈঠকে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে আর এমনটি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। সৌহার্দ্যপূর্ণ এ পতাকা বৈঠক শেষে বিজিবির জব্দ করা অস্ত্র ও গুলি বিএসএফকে ফেরত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৫:৪২:১৬   ২৪৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ