নতুন প্রজন্মের প্রেমের কৌশল

Home Page » বিবিধ » নতুন প্রজন্মের প্রেমের কৌশল
রবিবার, ১২ জুলাই ২০১৫



1409094991net 1768249c 300x187 অনলাইনে নতুন প্রজন্মের প্রেমের কৌশলবঙ্গনিউজ ডটকমঃকিছুদিন আগেই ডেটিংয়ের প্রথম ধাপই ছিল কলেজ ক্যান্টিনের আড্ডার ফাঁকেই প্রিয় বান্ধবীটিকে জানিয়ে দেওয়া মনের কথাটি৷ তারপর কলেজ ক্যান্টিন থেকে পার্ক, কফি শপ, লং ড্রাইভ৷ দুর্গাপুজার মন্দিরে কি ঈদের অনুষ্ঠানে,মহল্লা বা গ্রামের পছন্দের মেয়েটির দিকে আড়চোখে তাঁকানো৷

তারপর অভিভাবকদের চোখ এড়িয়ে মন দেওয়া নেওয়ার পালা৷ কিংবা বন্ধু বা বড় ভাইয়ের বিয়েতে কাউকে মনে ধরলে, চেষ্টা চলত আলাপ জমানোর৷ কিন্ত সময় পাল্টেছে৷ ব্লাইন্ড ডেটে এখন আর উত্তেজনা আসে না জেন ওয়াইএর তরুণ তরুণীদের৷ এখন সম্পর্ক ভাঙা-গড়া সবই নির্ভর করছে একটি মাউসের ক্লিক৷ নিমেষে বদলে যাচ্ছে রিলেশনশিপ স্টেটাস৷

রোমান্সের দুনিয়ায় এখন সোস্যাল নেটওয়ার্কিং সাইট ও অনলাইন ডেটিং সাইট রমরমিয়ে চলছে৷ ডেক্সটপ, ল্যাপটপ পেরিয়ে মুঠোফোনেই সুযোগ রয়েছে সর্বক্ষণ এইসব অনলাইন সাইটগুলিতে অ্যাক্টিভ থাকার৷

তাই, সকাল থেকে রাত কেরিয়ার, পড়াশোনা, উন্নতি, স্ট্রেস, এতকিছুর মোকাবিলা করতে গিয়ে সময় কোথায় পাশের বাড়ির মেয়েটির দিকে চোখ তুলে তাঁকাবার৷ অনলাইন সাইটগুলিতে তো হাতের কাছেই হাজারো প্রোফাইলের অপশন৷ কেউ আবার নিছক টাইম পাশের জন্য খুলে ফেলছেন ফেক প্রোফাইল৷ অনেকেরই আবার প্রেমের টানাপোড়েনের থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতেও, একটু বন্ধুত্বের উষ্ণতার জন্যও সাহায্য নিচ্ছেন এইসব সাইটগুলির৷

এটা তো ঠিক, আজকের ব্যস্ত জীবনে সামাজিকতা বজায় রাখার সময়তো প্রায় নেই ৷ তাই, সময় ও সুযোগ মতো মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বা নিসঃঙ্গতা বা একঘেঁয়েমি কাটাতে এই অনলাইন সাইটগুলি সত্যি অনেকের কাছে নিঃশ্বাস নেওয়ার জায়গা৷

সামনা-সামনি যে কথা বলে উঠতে পারা যায় না, চ্যাটে সেই কথাগুলি কত সহজে বলে ফেলা যায়৷ কারও সঙ্গে সম্পর্ক না রাখতে চাইলে, তাকে ডিলিট করে দিলেই বুঝিয়ে দেওয়া যায় সম্পর্কে অনাগ্রহের কথা৷ তাই, সামাজিকতা বজায় রাখা, বন্ধু বা নিজের জীবন সঙ্গীঁকে খুঁজে নিতে, নিজের মনের কথা জানাতে অনলাইন সাইটগুলির জুড়ি নেই৷

অথচ এই ভরসার জায়গাটির বেশ কিছু টেকনিক্যাল দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতে রাখেন৷ তাই, অনলাইনে অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব জমানোর আগে সাবধান হোন৷

এই ধরণের আলাপচারিতায় সবচেয়ে বড় সমস্যা হল, আপনি যার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করছেন তিনি আপনার সম্পূর্ণ অচেনা৷ সুতরাং, প্রথমেই ইচ্ছে হলেও নিজের ব্যক্তিগত কথা সবটাই শেয়ার করবেন না৷ ফোন নম্বর, ঠিকানা, ছবি একেবারেই শেয়ার করবেন না৷

একই ব্যক্তি নাম, ছবি, পরিচয় ভাঁড়িয়ে একাধিক প্রোফাইল মেনটেইন করেন৷ মিষ্টি কথায় আলাপ জমিয়ে এঁদের প্রতারণার জালে অনেকেই পা দিয়ে ফেলেন৷ অনেকই ইমোশনাল ব্ল্যাকমেলিংএর শিকার হন৷ অনেকেই বন্ধুত্বের অছিলায় অর্থসাহায্য চান৷

এসব থেকে সাবধানে থাকুন৷ কাউকে ভাল লাগলে চট করে তাঁর প্রোফাইলে ক্লিক করুন৷ দেখে নিন  কোনও কমন ফ্রেন্ড আছেন কিনা৷ তাঁদের কাছ থেকে মানুষটি সম্পর্কে জানার চেষ্টা করুন৷ প্রথমেই ব্যক্তিগত কথায় না গিয়ে হবি, পছন্দর গান, সিনেমা, বই, খাবার নিয়ে আলোচনা করুন৷ যদি, দেখা করার কথা ভাবেন তাহলে পাবলিক প্লেসেই দেখা করুন৷ প্রথমেই লং ড্রাইভ বা দূরে কোথাও যাওয়ার প্রশ্নই নেই৷

এই মানুষটির সঙ্গে আলাপের কথা পরিবারের সদস্যদের জানিয়ে রাখুন৷ সম্ভব না হলে,  কাছের কোন বন্ধুকেও জানাতে পারেন৷ যদি দেখেন আপনার এই নতুন বন্ধুটির কাছ থেকে অশালীন প্রস্তাব আসছে৷তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিন৷ প্রোফাইলও ব্লক করে দিন৷ একটু সাবধানে চললেই হবে৷ কে বলতে পারে, আগামীদিনে আন্তরর্জালেই ধরা পড়বে না আপনার মন দেওয়া নেওয়ার সঙ্গী৷ সব মানুষই তো খারাপ নন৷ অল দ্য বেষ্ট৷

বাংলাদেশ সময়: ৫:৩২:৪৫   ৩০৯ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ