বঙ্গনিউজ ডটকমঃকিছুদিন আগেই ডেটিংয়ের প্রথম ধাপই ছিল কলেজ ক্যান্টিনের আড্ডার ফাঁকেই প্রিয় বান্ধবীটিকে জানিয়ে দেওয়া মনের কথাটি৷ তারপর কলেজ ক্যান্টিন থেকে পার্ক, কফি শপ, লং ড্রাইভ৷ দুর্গাপুজার মন্দিরে কি ঈদের অনুষ্ঠানে,মহল্লা বা গ্রামের পছন্দের মেয়েটির দিকে আড়চোখে তাঁকানো৷
তারপর অভিভাবকদের চোখ এড়িয়ে মন দেওয়া নেওয়ার পালা৷ কিংবা বন্ধু বা বড় ভাইয়ের বিয়েতে কাউকে মনে ধরলে, চেষ্টা চলত আলাপ জমানোর৷ কিন্ত সময় পাল্টেছে৷ ব্লাইন্ড ডেটে এখন আর উত্তেজনা আসে না জেন ওয়াইএর তরুণ তরুণীদের৷ এখন সম্পর্ক ভাঙা-গড়া সবই নির্ভর করছে একটি মাউসের ক্লিক৷ নিমেষে বদলে যাচ্ছে রিলেশনশিপ স্টেটাস৷
রোমান্সের দুনিয়ায় এখন সোস্যাল নেটওয়ার্কিং সাইট ও অনলাইন ডেটিং সাইট রমরমিয়ে চলছে৷ ডেক্সটপ, ল্যাপটপ পেরিয়ে মুঠোফোনেই সুযোগ রয়েছে সর্বক্ষণ এইসব অনলাইন সাইটগুলিতে অ্যাক্টিভ থাকার৷
তাই, সকাল থেকে রাত কেরিয়ার, পড়াশোনা, উন্নতি, স্ট্রেস, এতকিছুর মোকাবিলা করতে গিয়ে সময় কোথায় পাশের বাড়ির মেয়েটির দিকে চোখ তুলে তাঁকাবার৷ অনলাইন সাইটগুলিতে তো হাতের কাছেই হাজারো প্রোফাইলের অপশন৷ কেউ আবার নিছক টাইম পাশের জন্য খুলে ফেলছেন ফেক প্রোফাইল৷ অনেকেরই আবার প্রেমের টানাপোড়েনের থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতেও, একটু বন্ধুত্বের উষ্ণতার জন্যও সাহায্য নিচ্ছেন এইসব সাইটগুলির৷
এটা তো ঠিক, আজকের ব্যস্ত জীবনে সামাজিকতা বজায় রাখার সময়তো প্রায় নেই ৷ তাই, সময় ও সুযোগ মতো মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বা নিসঃঙ্গতা বা একঘেঁয়েমি কাটাতে এই অনলাইন সাইটগুলি সত্যি অনেকের কাছে নিঃশ্বাস নেওয়ার জায়গা৷
সামনা-সামনি যে কথা বলে উঠতে পারা যায় না, চ্যাটে সেই কথাগুলি কত সহজে বলে ফেলা যায়৷ কারও সঙ্গে সম্পর্ক না রাখতে চাইলে, তাকে ডিলিট করে দিলেই বুঝিয়ে দেওয়া যায় সম্পর্কে অনাগ্রহের কথা৷ তাই, সামাজিকতা বজায় রাখা, বন্ধু বা নিজের জীবন সঙ্গীঁকে খুঁজে নিতে, নিজের মনের কথা জানাতে অনলাইন সাইটগুলির জুড়ি নেই৷
অথচ এই ভরসার জায়গাটির বেশ কিছু টেকনিক্যাল দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতে রাখেন৷ তাই, অনলাইনে অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব জমানোর আগে সাবধান হোন৷
এই ধরণের আলাপচারিতায় সবচেয়ে বড় সমস্যা হল, আপনি যার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করছেন তিনি আপনার সম্পূর্ণ অচেনা৷ সুতরাং, প্রথমেই ইচ্ছে হলেও নিজের ব্যক্তিগত কথা সবটাই শেয়ার করবেন না৷ ফোন নম্বর, ঠিকানা, ছবি একেবারেই শেয়ার করবেন না৷
একই ব্যক্তি নাম, ছবি, পরিচয় ভাঁড়িয়ে একাধিক প্রোফাইল মেনটেইন করেন৷ মিষ্টি কথায় আলাপ জমিয়ে এঁদের প্রতারণার জালে অনেকেই পা দিয়ে ফেলেন৷ অনেকই ইমোশনাল ব্ল্যাকমেলিংএর শিকার হন৷ অনেকেই বন্ধুত্বের অছিলায় অর্থসাহায্য চান৷
এসব থেকে সাবধানে থাকুন৷ কাউকে ভাল লাগলে চট করে তাঁর প্রোফাইলে ক্লিক করুন৷ দেখে নিন কোনও কমন ফ্রেন্ড আছেন কিনা৷ তাঁদের কাছ থেকে মানুষটি সম্পর্কে জানার চেষ্টা করুন৷ প্রথমেই ব্যক্তিগত কথায় না গিয়ে হবি, পছন্দর গান, সিনেমা, বই, খাবার নিয়ে আলোচনা করুন৷ যদি, দেখা করার কথা ভাবেন তাহলে পাবলিক প্লেসেই দেখা করুন৷ প্রথমেই লং ড্রাইভ বা দূরে কোথাও যাওয়ার প্রশ্নই নেই৷
এই মানুষটির সঙ্গে আলাপের কথা পরিবারের সদস্যদের জানিয়ে রাখুন৷ সম্ভব না হলে, কাছের কোন বন্ধুকেও জানাতে পারেন৷ যদি দেখেন আপনার এই নতুন বন্ধুটির কাছ থেকে অশালীন প্রস্তাব আসছে৷তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিন৷ প্রোফাইলও ব্লক করে দিন৷ একটু সাবধানে চললেই হবে৷ কে বলতে পারে, আগামীদিনে আন্তরর্জালেই ধরা পড়বে না আপনার মন দেওয়া নেওয়ার সঙ্গী৷ সব মানুষই তো খারাপ নন৷ অল দ্য বেষ্ট৷
বাংলাদেশ সময়: ৫:৩২:৪৫ ৩০৯ বার পঠিত