মন নয়, মানুষ চিনুন মাথা দিয়ে

Home Page » বিবিধ » মন নয়, মানুষ চিনুন মাথা দিয়ে
রবিবার, ১২ জুলাই ২০১৫



romantic 300x169 মন নয়, মানুষ চিনুন মাথা দিয়েবঙ্গনিউজ ডটকমঃমানুষের মন বড়ো জটিল জিনিষ৷ কিন্তু এই মন কি৷ বিশেষজ্ঞের এক অংশ বলেন, মন নাকি মস্তিষ্কেরই একটি অংশ৷ এখানে যা হয় আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিয়ে থাকি৷ তবে অন্যের মাথায় কি চলছে তা জানতে কার না ইচ্ছে করে? বিশেষত প্রথম কাউকে ভালো লাগলে তার মন কেমন তা জানতে সবাই উদগ্রীব হয়৷ ছ’টি সহজ উপায়ে আপনি চিনে নিতে পারবেন আপনার প্রিয় মানুষের মন৷ জেনে নিন সেগুলি কি কি৷

১. বডি ল্যাঙ্গুয়েজ
শারীরিক কিছু প্রতিক্রিয়া দেখে খুব সহজে বুঝে নেওয়া যায় কি চলছে তাদের মনে অথবা মাথায়৷ যেমন একজনের কপালে ভাঁজ দেখলে বুঝতে অসুবিধা হয় না যে সে কিছু বিষয় নিয়ে চিন্তিত৷ মানুষের মধ্যে কোনও বিষয় নিয়ে চিন্তা বা হতাশা থাকলে তার মধ্যে কর্টিসলের মাত্রা বেড়ে যায়৷ তার ফলে তার ঘুমের অভ্যাসে পরিবর্তন,খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওজন বৃদ্ধি এই সব লক্ষণ দেখা যায়৷ সুতরাং কোনও ব্যক্তির মধ্যে যদি এই সব পরিবর্তন হঠাৎ লক্ষ্য করা যায় তাহলে বুঝে নিতে হবে তার মানসিক চাপ রয়েছে৷

২. শ্বাস প্রশ্বাস
কেউ যদি স্বাভাবিকভাবে গভীর শ্বাস নেয় তাহলে সে নিশ্চিন্ত৷ আবার যদি কেউ খুব ঘন ঘন শ্বাস নেয় তাহলে বুঝতে হবে তার কোনও বিষয় নিয়ে চিন্তা বা ভয় রয়েছে৷ কেউ অস্থির ভাবে শ্বাস নেওয়া মানে তার ভিতর কিছু ভয় রয়েছে যা সে লুকিয়ে রখতে চাইছে৷

৩. চোখ
মানুষের চোখ অনেক কথা বলে দেয়৷ তাই চোখের ভাষা বুঝতে পারলে মানুষের মন অনেকটা বুঝে নেওয়া যায়৷ একটি বিষয় নিয়ে যদি কোনও বেশি আগ্রহী হন তাহলে তার চোখ স্বাভাবিকভাবে বড় হয়৷ কিন্তু চোখ বড়ো করার সঙ্গে সঙ্গে কেউ যদি আবার চোখ ছোট করে নেন তাহলে বুঝতে হবে সে বিষয় নিয়ে সে আর আগ্রহী নয়৷ কিন্তু চোখ একটু বেশিক্ষন বড় থাকলে সে বিষয়ে তার যথেষ্ট আগ্রহ রয়েছে৷

৪. গলার স্বর
একজনের কথা বলার ভঙ্গিও অনেক কিছু বুঝিয়ে দেয়৷ ধীরে ধীরে কথা বলার সাধরণ অর্থ হল শান্ত এবং নিশ্চিন্ত থাকা৷ আবার অন্যদিকে খুব দ্রুত কথা বলার অর্থ চিন্তা৷

৫. সময়
একটি মানুষকে সঠিকভাবে চিনতে হলে তার সঙ্গে সময় কাটানো খুব দরকার৷ তার সঙ্গে কথা বলা এবং দীর্ঘসময় কাটানো তাকে বুঝতে অনেকটা সাহায্য করে৷ যত বেশি সময় কাটানো যায় একজন মানুষের সঙ্গে তাকে তত ভালো করে বোঝা যায়৷
নিজের তৈরি করা পরিবেশ

শেষে একথা বলতেই হয় যে কিছু পরিবেশ নিজের তৈরি করাও হয়৷ কোনও একটি ঘটনাকে বর্ননা করার অনেক রকম ভঙ্গিমা হয়৷ কোনও ছোট্ট ঘটনাকে ইচ্ছাকৃত ভয়ানক ঘটনার মতো করেও প্রকাশ করা যায়৷

বাংলাদেশ সময়: ৫:৩১:৫৬   ৩২০ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ